আরও কয়েকবার জন্ম নিলেও সাভারকর হয়ে উঠতে পারবেন না রাহুল, কটাক্ষ আরএসএস-এর
Web Desk, ABP Ananda | 15 Dec 2019 05:12 PM (IST)
আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, ব্রিটিশরা সাভারকরকে ভয় পেত। সেই কারণেই তাঁকে দু’বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। রাহুল কোনওদিন সাভারকরের ব্যক্তিত্বের ধারেকাছে পৌঁছতে পারবেন না।
নয়াদিল্লি: বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে তীব্র কটাক্ষ করল আরএসএস। আজ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, ‘ব্রিটিশরা সাভারকরকে ভয় পেত। সেই কারণেই তাঁকে দু’বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। রাহুল কোনওদিন সাভারকরের ব্যক্তিত্বের ধারেকাছে পৌঁছতে পারবেন না। তিনি ঠিকই বলেছেন, তিনি সাভারকর নন। এ কথা তিনি সাভারকরে অশ্রদ্ধা বা অপমান করার জন্য বলে থাকতে পারেন।’ এই আরএসএস নেতা আরও বলেছেন, ‘রাহুল কোনওদিন সাভারকর হতে পারবেন না। এর জন্য তাঁকে আরও কয়েকবার জন্ম নিতে হবে। তার আগে পর্যন্ত তিনি সাভারকরের মতো হয়ে উঠতে পারবেন না। রাহুলের নামের সঙ্গে গাঁধী পদবী যুক্ত থাকা গাঁধী শব্দের প্রতি অশ্রদ্ধা। তাঁর এই পদবী ব্যবহার করে গাঁধীকে অশ্রদ্ধা করা উচিত নয়। তিনি কোনওদিন গাঁধী বা সাভারকর হতে পারবেন না। তাঁর মন্তব্যে দেশ আহত।’