নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, রাফাল যুদ্ধবিমান চুক্তি এবং মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়া নিয়ে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এই ট্যুইটে তিনি মোদীকে ‘সাহেব’ বলে কটাক্ষ করেছেন। দিল্লি ও মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দামের কথাও উল্লেখ করেছেন রাহুল।



বেশ কিছুদিন ধরেই রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ করে আসছেন রাহুল। এই ইস্যুতে তিনি মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। একইসঙ্গে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও সরব কংগ্রেস সভাপতি। সেই ধারা বজায় রেখেই তিনি আজ মোদীকে নতুন করে আক্রমণ করলেন।