মোদি ‘ভীতু’, কংগ্রেস ক্ষমতায় থাকলে চিনকে ছুঁড়ে ফেলতে ১৫ মিনিটও লাগত না! রাহুলের ‘হুঙ্কার’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Oct 2020 01:39 PM (IST)
'প্রধানমন্ত্রী নিজেকে দেশভক্ত বলছেন, অথচ গোটা দেশ জানে চিনা বাহিনী আমাদের ভূখণ্ডে ঢুকে বসে আছে। তবে কেমন দেশপ্রমিক উনি?'
কুরুক্ষেত্র: ভারত-চিন সীমান্ত বিরোধ, উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতি মোকাবিলায় দক্ষতা দেখাতে পারেননি বলে অভিযোগ তুলে চিনকেও হুঁশিয়ারি দিলেন রাহুল গাঁধী। কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকলে মাত্র ১৫ মিনিটেই চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বাহিনীকে ভারতের ভূখণ্ড থেকে ছুঁড়ে ফেলে দিতেন বলে দাবি করলেন ওয়েনাড়ের সাংসদ। হরিয়ানার কুরুক্ষেত্রের আনাজ মান্ডির জনসভায় মোদিকে ‘ভীতু’ বলে কটাক্ষ করেন তিনি। কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানায় ‘ক্ষেতি বাঁচাও যাত্রা’ কর্মসূচি চালাচ্ছেন রাহুল। প্রধানমন্ত্রীকে নিশানা করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, কাপুরুষ প্রধানমন্ত্রী বলেছেন, কেউ আমাদের জমি দখল করেনি। আজ বিশ্বে একটিই মাত্র দেশ আছে যার জমি আরেকটি দেশ কব্জা করেছে। ভারতই একমাত্র দেশ যেখানে ঢুকে ১২০০বর্গকিমি জমি নিয়ে নিয়েছে অন্য একটি দেশ। প্রধানমন্ত্রী নিজেকে দেশভক্ত বলছেন, অথচ গোটা দেশ জানে চিনা বাহিনী আমাদের ভূখণ্ডে ঢুকে বসে আছে। তবে কেমন দেশপ্রমিক উনি? আমরা ক্ষমতায় থাকলে চিনকে বের করে দিতে ১৫ মিনিটও লাগত না। তিনি আরও বলেন, আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল, চিনের আমাদের দেশে এক পা ফেলার মতো যথেষ্ট সাহসই ছিল না। সারা দুনিয়ায় একটাই দেশ আছে যার জমি কেড়ে নেওয়া হয়েছে। সেই দেশটা হল ভারত আর তারপরও ওরা নিজেদের দেশপ্রেমিক বলে বড়াই করছে!