কংগ্রেস সভাপতি আরও বলেছেন, ‘আমার বোন বলেছে, আমাদের বাবারও একই পরিণতি হয়েছিল। আমরা আপনাদের দুঃখ ও যন্ত্রণা বুঝি। আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং দেশের পক্ষ থেকে আপনাদের, আপনাদের ছেলেকে এবং গোটা পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। এই দেশ এক। এই দেশ সবার। এই দেশ ভালবাসা ও ভ্রাতৃত্বের। এটাই ভারতের বার্তা।’ উত্তরপ্রদেশের আখ চাষ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুরেশ রানাও এই স্মরণসভায় হাজির ছিলেন। তিনি জানিয়েছেন, শামলির কুদানা রাস্তার নামকরণ করা হবে কোরির নামে। তরুণ প্রজন্ম যাতে অনুপ্রাণিত হয়, সেজন্য কোরির একটি মূর্তিও স্থাপন করা হবে। আমাদের বাবারও একই পরিণতি হয়েছিল, দুঃখ ভাগ করে নিচ্ছি, সিআরপিএফ জওয়ানের স্মরণসভায় রাহুল-প্রিয়ঙ্কা
Web Desk, ABP Ananda | 20 Feb 2019 08:10 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
লখনউ: পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ান অমিত কুমার কোরির স্মরণসভায় যোগ দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও পূর্ব উত্তরপ্রদেশে দলের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তাঁদের সঙ্গে ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও উত্তরপ্রদেশের দলীয় প্রধান রাজ বব্বর। উত্তরপ্রদেশের শামলি জেলায় এই স্মরণসভা আয়োজন করা হয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, কোরির পরিবারের সঙ্গে দুঃখ ভাগ করে নিয়েছেন রাহুল ও প্রিয়ঙ্কা। এই স্মরণসভায় রাহুল বলেন, ‘এই দুঃখের সময় আমরা আপনাদের সঙ্গে আছি। কোরির বাবা আমাদের জানিয়েছেন, তিনি দুঃখিত, তবে একইসঙ্গে তাঁর ছেলের জন্য গর্বিত। আমি বলতে চাই যে আমরা দুঃখিত, তবে একই সময়ে এটা ভেবে গর্বিত যে দেশের একটি পরিবার ছেলেকে ভালবাসা ও শিক্ষা দিয়েছে। সেই পরিবারের ছেলে দেশকে ভালবাসা, শরীর ও হৃদয় দিয়েছেন। আমরা এটা ভুলে যেতে পারি না।’