এই স্মরণসভায় রাহুল বলেন, ‘এই দুঃখের সময় আমরা আপনাদের সঙ্গে আছি। কোরির বাবা আমাদের জানিয়েছেন, তিনি দুঃখিত, তবে একইসঙ্গে তাঁর ছেলের জন্য গর্বিত। আমি বলতে চাই যে আমরা দুঃখিত, তবে একই সময়ে এটা ভেবে গর্বিত যে দেশের একটি পরিবার ছেলেকে ভালবাসা ও শিক্ষা দিয়েছে। সেই পরিবারের ছেলে দেশকে ভালবাসা, শরীর ও হৃদয় দিয়েছেন। আমরা এটা ভুলে যেতে পারি না।’
কংগ্রেস সভাপতি আরও বলেছেন, ‘আমার বোন বলেছে, আমাদের বাবারও একই পরিণতি হয়েছিল। আমরা আপনাদের দুঃখ ও যন্ত্রণা বুঝি। আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং দেশের পক্ষ থেকে আপনাদের, আপনাদের ছেলেকে এবং গোটা পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। এই দেশ এক। এই দেশ সবার। এই দেশ ভালবাসা ও ভ্রাতৃত্বের। এটাই ভারতের বার্তা।’
উত্তরপ্রদেশের আখ চাষ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুরেশ রানাও এই স্মরণসভায় হাজির ছিলেন। তিনি জানিয়েছেন, শামলির কুদানা রাস্তার নামকরণ করা হবে কোরির নামে। তরুণ প্রজন্ম যাতে অনুপ্রাণিত হয়, সেজন্য কোরির একটি মূর্তিও স্থাপন করা হবে।