রায়পুর: পুলিশকর্মীরা যাতে কাজের অনুপ্রেরণা পান এবং পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন, তার জন্য এবার থেকে ছত্তীসগঢ়ের রায়পুরের পুলিশকর্মীদের জন্মদিনে ছুটি বরাদ্দ করা হচ্ছে। এছাড়া তাঁদের শুভেচ্ছা জানিয়ে কার্ড ও মিষ্টি দেওয়া হচ্ছে। কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত সব পদে থাকা আধিকারিকের ক্ষেত্রে এই নয়া ব্যবস্থা প্রযোজ্য। রায়পুরের প্রায় ৩,০০০ পুলিশকর্মী এই সুবিধা পাচ্ছেন। গতকাল থেকে চালু হয়েছে এই নিয়ম।
রায়পুরের সিনিয়র পুলিশ সুপার শেখ আরিফ হুসেন সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘এই উদ্যোগে আমাদের কর্মীরা খুশি হবেন। তাঁদের জন্মদিন বিশেষভাবে পালন করা হবে এবং এর ফলে তাঁরা ক্লান্তি ছাড়া পূর্ণ দায়বদ্ধতা নিয়ে কাজ করবেন। পুলিশকর্মীদের কাজ কঠিন। তাঁদের বিশেষ মুহূর্তে ছোট্ট খুশি নিশ্চিত করা গেলে বড় চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য উৎসাহ পাবেন।’
হুসেন আরও জানিয়েছেন, এর আগে ছত্তীসগঢ়ের অন্য দু’টি জেলার পুলিশ সুপার থাকাকালীন জন্মদিনে ছুটির নিয়ম চালু করেছিলেন। এবার রায়পুরেও পুলিশকর্মীদের জন্মদিনের তালিকা তৈরি করা হচ্ছে। পুলিশকর্মীদের জন্মদিনে শুভেচ্ছা কার্ড ও মিষ্টি পাঠানো হবে। তাঁরা যে থানায় আছেন, সংশ্লিষ্ট দিনে সেখানে নোটিস বোর্ডেও তাঁদের নাম ও ছবি থাকবে। এই উদ্যোগের খরচ মেটানো হবে পুলিশ কল্যাণ তহবিলের অর্থ থেকে।
দেওয়া হচ্ছে শুভেচ্ছা কার্ড, মিষ্টি, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য রায়পুরের পুলিশকর্মীদের জন্মদিনে ছুটি
Web Desk, ABP Ananda
Updated at:
02 Mar 2019 05:52 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -