মুম্বই: অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হল ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।
মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেছেন, 'অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।'
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে।
প্রসঙ্গত, রাজ কুন্দ্রা বরাবরই বিতর্কিত চরিত্র। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। যার মধ্যে অন্যতম হল, আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ। আইপিএলে রাজস্থান রয়্যালস দলের কর্ণধার ছিলেন রাজ ও তাঁর স্ত্রী শিল্পা। প্রথম আইপিএলে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডের পর আইপিএল থেকে দু'বছরের জন্য নির্বাসিত হয় রাজস্থান রয়্যালস। দু'বছর পর আইপিএলে রাজস্থান প্রত্যাবর্তন ঘটালেও, রাজকে আর কখনওই সামনের সারিতে দেখা যায়নি। যদিও অনেকে বলে থাকেন, পিছন থেকে দল পরিচালনা করেন রাজই।
২০০৯ সালের ২২ নভেম্বর অভিনেত্রী শিল্পা শেট্টির সঙ্গে বিয়ে হয় রাজের। তার প্রথম স্ত্রী কবিতার বিরুদ্ধে বোনের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছিলেন রাজ। সেই সম্পর্কের কথা জানতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন রাজ।