নয়াদিল্লি: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় রবিবার মেঘ ভাঙা বৃষ্টিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ। এরই মধ্যে আগামী ৭২ ঘণ্টার জন্য উত্তরাখণ্ডের ১৩টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস দিল আবহাওয়া দফতর। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।


রবিবার উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও একই সতর্কতা জারি করে। সেই সতর্কবার্তায় বলা হয়, সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবার আবহাওয়া দফতরও একইরকম সতর্কতা জারি করায় উদ্বেগ তৈরি হয়েছে।


শুধু উত্তরাখণ্ডই না, হিমাচল প্রদেশেও আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের একাংশ, জম্মু ও কাশ্মীর, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের পশ্চিমাংশ, মধ্যপ্রদেশের উত্তর-পশ্চিমাংশ, রাজস্থানের উত্তর-পূর্বাংশ, উত্তর কোঙ্কন অঞ্ল ও বিহারের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। কাল থেকে উত্তর ভারতে বৃষ্টি বাড়তে পারে। 


উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর জগদম্বা প্রসাদ জানিয়েছেন, রবিবার উত্তরকাশীর মান্ডো গ্রামে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে। সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্ভাবাস থাকায় তাঁরা সতর্ক। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান নবনীত সিংহ ভুল্লারের নির্দেশে রাজ্যজুড়ে ২৮টি দলকে তৈরি রাখা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। 


উত্তরাখণ্ডের মতোই ভারী বৃষ্টির সতর্কতা নিয়ে উদ্বেগে হিমাচল প্রদেশ। গত ২৪ ঘণ্টা ধরে সিমলায় টানা বৃষ্টি হচ্ছে। কাংড়া, বিলাসপুর, মান্ডি ও সিরমাউরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি আটটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 


এরই মধ্যে আজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মহিলা। তাঁর স্বামী ও সন্তান নিখোঁজ। এই দুর্ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের চম্বা জেলার দুনালি অঞ্চলে ভারমাউর রোডে। আচমকা ধস নেমে তাঁদের গাড়ি খাদে পড়ে যায়। মৃত মহিলার স্বামী ও সন্তানের খোঁজে তল্লাশি চলছে।