চেন্নাই: মাঝ আকাশে বন্ধ হয়ে গেল বিমানের একটা ইঞ্জিন। এ কারণে জরুরি অবতরণ করতে হল ইন্ডিগোর একটি বিমানকে। ডিজিসিএ-র এক আধিকারিক এ কথা জানিয়েছেন। বিমানে ৪৭ জন যাত্রী ছিলেন।
অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি থেকে চেন্নাই আসছিল বিমানটি।  জরুরি ভিত্তিতে সেটি রবিবার সন্ধেয় অবতরণ করে। সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-র এক আধিকারিক বলেছেন, তেল বেরিয়ে যাওয়ার কারণে ওই বিমানের একটি ইঞ্জিন মাঝ আকাশে বিকল হয়ে যায় এবং এরপরই জরুরিভিত্তিতে বিমানটি অবতরণ করে।
ওই আধিকারিক আরও বলেছেন, এই সমস্যা সত্ত্বেও পাইলট সরাসরি অবতরণের পরিবর্তে আকাশে চক্কর কাটেন।তিনি আরও বলেছেন, অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ঘটনার তদন্ত শুরু করেছে।
ইন্ডিগো অবশ্য ঘটনাটি খাটো করে দেখিয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এটা ‘যান্ত্রিক ক্রুটি’। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘গত ৪ নভেম্বর রাজামুন্দ্রি থেকে চেন্নাই যাওয়ার পথে চেন্নাইয়ে অবতরণের ঠিক আগে ইন্ডিগোর ৬ই৭১২৩ বিমানের একটা ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানটি নিরাপদেই অবতরণ করেছে’।