নয়াদিল্লি: গত ২৫ বছরে রাজস্থানের কোনও দল পরপর দু’বার ক্ষমতায় আসেনি। ৫ বছর অন্তর পালাবদলই মরু রাজ্যের ট্র্যাডিশন! এই রেকর্ড ভেঙে কি নতুন রেকর্ড গড়তে পারবেন বসুন্ধরা রাজে? নাকি রানিমাকে সরিয়ে রাজপাট দখল করবেন গহলৌত-সচিন পায়লট?


ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মরুরাজ্য রাজস্থানে ২০০টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ১১৯ থেকে ১৪১টি আসন।  অনেক পিছিয়ে থেকে বিজেপি পেতে পারে ৫৫ থেকে ৭২টি আসন।  অন্যান্য পেতে পারে ৪ থেকে ১১টি আসন।  অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, রাজস্থানের বিজেপি-রাজ শেষ করে রাজপাট দখল করতে পারে কংগ্রেস।

টাইমস নাউ-সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষাও বলছে, রাজস্থানের ২০০টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ১০৫টি আসন।  বিজেপি পেতে পারে ৮৫টি আসন।  বহুজন সমাজ পার্টি পেতে পারে ২টি আসন।  অন্যান্য পেতে পারে ৭টি আসন।  অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, বিজেপিকে হারিয়ে রাজস্থান দখল করতে পারে কংগ্রেস।

নিউজ এক্স-আই টিভি-নেতার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যের ২০০টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ১১২টি আসন।  বিজেপি পেতে পারে  ৮০টি আসন।  অন্যান্য পেতে পারে ৭টি আসন। অর্থাৎ এই সমীক্ষাও বলছে, রাজস্থান এবার যেতে চলেছে কংগ্রেসের হাতে।

রিপাবলিক টিভি-জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,  গ্রাফিক্স ইনরাজস্থানের ২০০টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৮১ থেকে ১০১টি আসন।  বিজেপি পেতে পারে ৮৩ থেকে ১০৩টি আসন।  অন্যান্য পেতে পারে ১৫টি আসন।  অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, রাজস্থান ধরে রাখতে পারে বিজেপিই।

রিপাবলিক টিভি-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা আবার বলছে, কংগ্রেস পেতে পারে ১২৯ থেকে ১৪৫ টি আসন।  বিজেপি পেতে পারে ৫২ থেকে ৬৮টি আসন।  অন্যান্য পেতে পারে ৫-১১টি আসন।  অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, রাজস্থান বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস।

শেষমেশ ভোটের ফলেও কি রাজস্থানে মরুঝড় তুলতে পারবে কংগ্রেস? নাকি ঘর ধরে রাখতে সক্ষম হবে বিজেপি? জানা যাবে ১১ ডিসেম্বর।