করৌলি: জমি নিয়ে বিবাদের জেরে রাজস্থানের করৌলি জেলায় এক পুরোহিতকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার হাসপাতালে তাঁর মৃত্যু হলেও. সৎকার করতে নারাজ পরিবার। সরকারের কাছে তিনটি শর্ত রেখেছেন তাঁরা। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সৎকার্য করবে না বলে জানিয়ে দিয়েছেন নিহত পুরোহিতের পরিজনরা।

জমি নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। করৌলির বুকনা গ্রামে রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিত ছিলেন বাবুলাল বৈষ্ণব। মন্দিরের খানিকটা জমি স্থানীয় কয়েকজন দখল করে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন বাবুলাল। অভিযোগ, এই নিয়ে গণ্ডগোলের জেরে তাঁর গায়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয় ৫ জন। সাতপুরা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে তিনি এফআইআর করেছিলেন বাবুলাল। মৃত্যুকালীন জবানবন্দিতে অভিযুক্তদের নাম বলে যান তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত কৈলাস মীনাকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃতের এক আত্মীয় বলেছেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা বাবুলালের দেহ সৎকার করব না। রাজস্থান সরকারের কাছে আমরা পরিবারের এক জনের সরকারি চাকরি, ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইছি। সব দোষীদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত সাজা দিতে হবে। সেইসঙ্গে যে সব পুলিশ অভিযুক্তদের সমর্থন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

মূল অভিযুক্ত ধরা পড়লেও বাকিরা এখনও অধরা। করৌলির পুলিশ সুপার জানিয়েছেন ৬টি দল গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার প্রকাশ চাঁদের নেতৃত্বে তদন্ত চলবে।