মুম্বই: করোনা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন আন্দোলনের সূচনা করেছেন। পোশাকি নাম  জন আন্দোলন ক্যাম্পেন। করোনাকে দূরে রাখতে যাবতীয় করোনা বিধি মেনে চলার কথা তাতে বলেছেন মোদি। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে সমর্থন করে ট্রোলিংয়ের শিকার সলমন খান।

মাস্ক পরুন, সবসময় ৬ ফুট দূরত্ব বজায় রাখুন, দিনে বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। জন আন্দোলন কর্মসূচিতে এসব বলেছেন মোদি। জন আন্দোলন ক্যাম্পেনকে আরও এগিয়ে নিয়ে যেতে নিজের ট্যুইটার হ্যান্ডলে বার্তা দিয়েছেন সলমন খান। #Unitetofightcorona অভিনেতা লিখেছেন, ভাই, বোন অথবা বন্ধু কঠিন সময়ে খালি তিনটে জিনিস মেনে চলুন। ৬ ফুট দূরত্ব, মাস্ক পরুন, হাত ধুন অথবা স্যানিটাইজ করুন। করোনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর জন আন্দোলন ক্যাম্পেন কার্যকর করুন। কাম অন ইন্ডিয়া। জয় হিন্দ।


প্রধানমন্ত্রীর হয়ে প্রচার করতে গিয়ে নেটিজেনদের প্রবল সমালোচনার মুখে সলমন। কেউ লিখেছেন তাঁর মতো অপরাধীর গারদে থাকা উচিত ছিল। কিন্তু তিনি বাইরে থেকে সরকারের হয়ে প্রচার করছেন। কারও কটাক্ষ কোভিড রুখতে বলিউডের পরামর্শ লাগবে না। কোভিডে কী করতে হয় মানুষ তা জানে। কিন্তু কী করে প্রকৃত মানুষ হয়ে্ উঠতে হয়, তা বলিউড জানে না। এক নেটিজেন লিখেছেন নিজের মাথা বাঁচাতে বিগ বসের থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন।
এক নেটিজেনের আক্রমণ সমৃদ্ধশালী ভারত পেতে গেলে বলিউডের শেষ হওয়াটা খুব জরুরি। যাদের জেলে থাকা উচিত ছিল তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই লজ্জাজনক ঘটনা। বলিউড হল ভারত ভূখণ্ডে এক টুকরো পাকিস্তান ছাড়া আর কিছুই নয়।