Live Updates: সিএএ-এনআরসি: ১০ দিনে হাজারের বেশি সভা-সমাবেশ, ২৫০র বেশি জায়গায় সাংবাদিক বৈঠক, পাল্টা প্রচারে নামছে বিজেপি, কাল রামলীলায় ভাষণ প্রধানমন্ত্রীর

এই আইন ধর্মনিরপেক্ষতার ওপর ‘আঘাত’ বলেও দাবি করেন তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত আগেই সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) দেশে কার্যকর হওয়া ‘উচিত নয়’, এমন অভিমত জানিয়েছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Dec 2019 08:38 PM

প্রেক্ষাপট

জয়পুর: এবার বেশ কয়েকটি রাজ্যের পর রাজস্থানের কংগ্রেস সরকারও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) তাদের রাজ্যে চালু করবে না বলে জানাল। রাজ্যের পরিষদীয় বিষয়কমন্ত্রী শান্তি ধারিওয়াল শনিবার সাংবাদিকদের বলেন, রাজ্যে আমরা...More

এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদ, কাল রাজঘাটে ৬ ঘণ্টার ধর্না কংগ্রেসের, থাকবেন সনিয়া গাঁধী, রাহুল গাঁধী।