Live Updates: সিএএ-এনআরসি: ১০ দিনে হাজারের বেশি সভা-সমাবেশ, ২৫০র বেশি জায়গায় সাংবাদিক বৈঠক, পাল্টা প্রচারে নামছে বিজেপি, কাল রামলীলায় ভাষণ প্রধানমন্ত্রীর

এই আইন ধর্মনিরপেক্ষতার ওপর ‘আঘাত’ বলেও দাবি করেন তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত আগেই সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) দেশে কার্যকর হওয়া ‘উচিত নয়’, এমন অভিমত জানিয়েছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Dec 2019 08:38 PM
এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদ, কাল রাজঘাটে ৬ ঘণ্টার ধর্না কংগ্রেসের, থাকবেন সনিয়া গাঁধী, রাহুল গাঁধী।
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে সারা দেশে তীব্র বিক্ষোভ, প্রতিবাদের মধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী বিবৃতি দিয়ে বিতর্কিত আইনটি সমর্থন করলেন। সিএএ বিরোধী বিক্ষোভে সবচেয়ে অশান্ত উত্তরপ্রদেশ, যেখানে মৃতের সংখ্যা ১০ ছাড়িয়েছে ইতিমধ্যেই। অশান্তির আগুন ছড়াচ্ছে অন্যত্রও। তার মধ্যেই বিবৃতিতে এই আইনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের দাবি মানা হয়েছে বলে জানানো হয়েছে। ‘যে সংখ্যালঘুদের কথা ভুলে যাওয়া হয়েছিল, তাদের পাশে দাঁড়ানোয়, ভারতের সভ্যতার মূল্যবোধ ঊর্ধ্বে তুলে ধরায় ও ‘ধর্মীয় কারণে অত্যাচার এড়াতে পালিয়ে আসা উদ্বাস্তুদের নিরাপদ আশ্রয় দেওয়ায়’ সংসদকেও ধন্যবাদ জানিয়েছেন এই বিদ্বজ্জনেরা।
কাল নয়াদিল্লির রামলীলা ময়দানে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজেপি দেশব্যাপী সিএএ, এনআরসি ইস্যুতে প্রচারে নামছে। এই দুটি ইস্যুতে নানা শহরে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই বিজেপি তিন কোটির বেশি পরিবারের কাছে পৌঁছনোর সিদ্ধান্ত নিল তারা। আগামী ১০দিনে ২৫০-র বেশি জায়গায় তারা সাংবাদিক সম্মেলন করবে, হাজারের বেশি সভা-সমাবেশ করবে। বিরোধীরা এ নিয়ে মিথ বা ভুল ধারণা ছড়াচ্ছে বলে দাবি করে বিজেপি সাধারণ সম্পাদক ভূপিন্দর যাদব বলেছেন, তাঁরা এটা ভাঙতে চান। কংগ্রেস সহ বিরোধীরা যে ‘মিথ্যা’ ছড়াচ্ছে, তার মোকাবিলা করবেন তাঁরা। যাদবের ঘোষণা, বিজেপি দলীয় সভায় বাইরের দেশে নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে চলে আসা শরণার্থীদের সামিল করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, পার্সি, শিখ ও অন্যরা, সবাই ভারতীয় নাগরিক এবং তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে।
বেঙ্গালুরুর খবর, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) ‘অনৈতিক’, ‘সংবিধানের চেতনার পরিপন্থী’ আখ্যা দিয়ে বললেন, যে কোনও বিচক্ষণ, ন্যয়পরায়ণ সরকারই এটা প্রত্যাহার করে নেবে। দেশবাসীর আস্থা ফিরিয়ে সারা দেশের আহত আবেগের ব্যথা দূর করার প্রথম প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) তৈরির সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া উচিত বলেও ট্যুইট করেছেন তিনি। সিএএ, এনআরসির বিরুদ্ধে বেঙ্গালুরুতে গত বৃহস্পতিবার বিধিনিষেধের আদেশ ভেঙে বিক্ষোভ দেখাতে গিয়ে অন্যদের সঙ্গে আটক হয়েছিলেন তিনি। পুলিশের সেদিনের আচরণকে সম্পূর্ণ অগণতান্ত্রিক বলেছেন তিনি। বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু তারও অনুমতি দিচ্ছে না পুলিশ।

প্রেক্ষাপট

জয়পুর: এবার বেশ কয়েকটি রাজ্যের পর রাজস্থানের কংগ্রেস সরকারও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) তাদের রাজ্যে চালু করবে না বলে জানাল। রাজ্যের পরিষদীয় বিষয়কমন্ত্রী শান্তি ধারিওয়াল শনিবার সাংবাদিকদের বলেন, রাজ্যে আমরা এই আইন কার্যকর করছি না। এই আইন ধর্মনিরপেক্ষতার ওপর ‘আঘাত’ বলেও দাবি করেন তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত আগেই সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) দেশে কার্যকর হওয়া ‘উচিত নয়’, এমন অভিমত জানিয়েছেন।
দেশব্যাপী এই দুই আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই সিএএ, এনআরসির বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) প্রক্রিয়াও স্থগিত ঘোষণা করেছেন তিনি। তাঁর সুরে কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও জানিয়েছেন, তাঁর রাজ্যে এনপিআর হবে না।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.