বিকানের: রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দশেরা পালন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি শস্ত্র পূজাও করলেন। এই প্রথম বিজয়া দশমীতে কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারত-পাক সীমান্তে গিয়ে শস্ত্র পূজা করলেন। আজ বিএসএফ জওয়ানদের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন রাজনাথ। সবার সঙ্গে খাওয়া-দাওয়াও করেন তিনি।



গতকাল সন্ধেয় বিকানের পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত-পাক ও ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি, দেশের অভ্যন্তরে অশান্তির সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং মাওবাদীদের মোকাবিলায় বিএসএফ-এর ভূমিকার প্রশংসা করেন রাজনাথ। তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর ভূমিকা পালন করার বদলে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয়। পাকিস্তান থেকে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করে। তাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ ও আধাসেনার মধ্যে সমন্বয় আছে। জম্মু ও কাশ্মীরে ভারত-পাক সীমান্তে ‘স্মার্ট ফেন্স’ প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী মাসে অসমের ধুবড়িতেও এই প্রকল্পের কাজ শুরু হবে। এর ফলে সীমান্তে শান্তি বজায় রাখার ক্ষেত্রে জওয়ানদের সুবিধা হবে।