নয়াদিল্লি: প্রয়াত কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা। আজ ভোর সাড়ে চারটে নাগাদ দিল্লিতে মারা গেলেন ১৯৭৪ ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। সিবিআই-এর প্রাক্তন এই ডিরেক্টর আইটিবিপি-র ডিজি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


শীর্ষ আধিকারিক সূত্রে খবর, কোভিড-১৯ সংক্রান্ত সমস্যার জেরে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। বৃহস্পতিবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল বলে খবর।


১৯৭৪ ব্যাচের বিহার ক্যাডারের অফিসার রঞ্জিত সিনহা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিজি-র দায়িত্বও পালন করেছেন। ২০১২-তে ডিরেক্টর নিযুক্ত হওয়ার আগে পটনা ও দিল্লিতে সিবিআই-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের কর্মভার পালন করেছিলেন।


দেশে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,১৭,৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩ জন।


বিশ্বের করোনা পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, এখন কোভিডে সবথেকে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। এর ঠিক পরেই রয়েছে ভারত। দেশের এই করোনা পরিস্থিতির ফলে প্রতিদিন কোভিড টেস্টের সংখ্যা বাড়াতে বলছে স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত দেশে ১১,৭২,২৩,৫০৯ ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ৷


দেশের বর্তমান করোনা পরিস্থিতি বলছে, সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। কোভিড ১৯ নিয়ন্ত্রণে বুধবার রাত থেকেই করোনা কার্ফু জারি করেছে মহারাষ্ট্র সরকার। সেখানে বহু বিধিনিষেধের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামী ১ মে পর্যন্ত সিনেমা,সিরিয়াল ও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।কেবল কাজের দিনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে । বিয়েবাড়িতে ২৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে গণপরিবহণের মতো বিষয়গুলি। রাজ্যবাসীর জন্য বাস, ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে। কার্ফু থেকে ছাড় দেওয়া হয়েছে, সব্জি, ফল, বেকারি ও প্রয়োজনীয় জিনিসপত্রে কেনাকাটার ওপর। এই বিক্রেতাদের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। ৫,৪৭৬ কোটি টাকার রিলিফ প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।