মুম্বই: ক্রিকেটার হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুলের এপিসোডের পর কফি উইথ কর্ণ টক শো নিয়ে শোরগোল চলছে। আর এই ঝঞ্ঝাটের মধ্যে সামনে এসেছে রণঁবীর সিংহের একটি পুরনো ভিডিও। তাতে রণবীর অনুষ্কা শর্মা ও করিনা কপূর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়েরও শিকার হতে হয়েছে তাঁকে।

ভিডিওয় পরিষ্কার শোনা যাচ্ছে, রণবীর অনুষ্কা সম্পর্কে রীতিমত আপত্তিকর কথা বলছেন। অনুষ্কা প্রথমে স্তম্ভিত হয়ে যান, তারপর রণবীরের ওপর কয়েক ঘা বসিয়ে দেন, বলেন, আমার সঙ্গে এ ধরনের কথা বলবে না। কিন্তু সঞ্চালক কর্ণ জোহর আপত্তি তো দূরের কথা, হাসি মুখে উপভোগ করছেন গোটা কথোপকথন।




করিনা কপূর সম্পর্কেও রণবীর খোলাখুলি অশ্লীল কথা বলেছেন। তিনি যখন ছোট ছিলেন তখন করিনা একটি ক্লাবে আসেন। সেখানে তাঁকে সাঁতার কাটতে দেখে বালক থেকে যুবক হয়ে যান তিনি। কর্ণ এবার অবশ্য বলেন, করিনা তাঁর বোনের মত, এ ধরনের মন্তব্য তাঁর ভাল নাও লাগতে পারে। অনুষ্কাও অবাক হয়ে যান রণবীরের মন্তব্যে।

দেখুন সেই ভিডিও