সম্ভল: অপরাধের মধ্যে বলেছেন, ভোটটা দেবেন সপাকে। স্রেফ এই কারণে এক প্রতিবন্ধী যুবককে লাঠি দিয়ে বেধড়ক পেটালেন উত্তর প্রদেশের সম্ভলের জনৈক বিজেপি নেতা। এমনকী তাঁর মুখের মধ্যে লাঠিও পুরে দেন। এত কিছুর পর ওই যুবককেই গ্রেফতার করেছে পুলিশ, তিনি কিনা শান্তিভঙ্গ করছিলেন।


ওই বিজেপি নেতার নাম মহম্মদ মিঞা। থাকেন সম্ভলের অসমোলি এলাকায়। আক্রান্ত যুবকের নাম মুকেশ, তিনি সম্ভলের চন্দৌসির বাসিন্দা। পুলিশের দাবি, মুকেশ নেশা করে মহকুমা শাসকের অফিসের সামনে এসেছিলেন। তাঁকে শান্তিভঙ্গের অভিযোগে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। আর মহম্মদ মিঞার দাবি, ওই যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গালাগালি করছিলেন, তাই তাঁকে লাঠি দিয়ে ভয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা করেন তিনি।

ভিডিওয় অবশ্য দেখা যাচ্ছে অন্য ঘটনা। ওই যুবক বলছেন, এবার তিনি ভোট দেবেন অখিলেশ যাদবকে। তাতেই চটে উঠে মহম্মদ মিঞা তাঁর মুখে লাঠি ঢুকিয়ে দেন। এক সাংবাদিক তাঁকে ঠেকাতে এলে তাঁর সঙ্গেও ঝামেলা বাধিয়ে দেন তিনি। এরপর তাঁর চাপে পুলিশ ওই যুবকের বিরুদ্ধে কেস দায়ের করে বলে অভিযোগ। যদিও মুখে লাঠি ঢোকানোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।