নয়াদিল্লি: আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পঞ্চম দফায় বিশেষ আর্থিক প্যাকেজ সংক্রান্ত যে ঘোষণা করেছেন, তার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, এই বিশেষ পদক্ষেপ ও সংস্কার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করবে, সরকারি প্রতিষ্ঠানগুলিকে উৎসাহ জোগাবে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে।

ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আজ অর্থনীতি যে পদক্ষেপ ও সংস্কার বিষয়ক ঘোষণা করেছেন, আমাদের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে তার প্রভাব পড়বে। এই ঘোষণা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করবে, সরকারি প্রতিষ্ঠানগুলিকে উৎসাহ জোগাবে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে। রাজ্যগুলি সংস্কারের জন্য যে পদক্ষেপ নিচ্ছে, তাতেও সাহায্য করবে এই ঘোষণা।’

প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে ২০ লক্ষ টাকার বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করেছেন। পাঁচটি ধাপে তার বিস্তারিত ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী। ১০০ দিনের কাজ, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্র, বাণিজ্য, কোম্পানি আইনে বদল, সহজে ব্যবসা করা, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নয়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন নির্মলা। ট্যুইট করে এই পদক্ষেপের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।