মদের টাকা না দেওয়ায় ৭৮ বছরের মাকে পিটিয়ে খুন!
Web Desk, ABP Ananda | 23 Jul 2019 08:28 PM (IST)
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম কমলাকর কালে (৫৭)। তিনি পেশায় গাড়িচালক।
নাসিক: মদ কেনার টাকা না দেওয়ায় ৭৮ বছর বয়সি মাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল মহারাষ্ট্রের নাসিকের এক প্রৌঢ়ের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম কমলাকর কালে (৫৭)। তিনি পেশায় গাড়িচালক। বেশ কিছুদিন ধরে তিনি কর্মহীন ছিলেন। গত বৃহস্পতিবার মা কান্তাবাইয়ের কাছ থেকে মদ কেনার টাকা চান কমলাকর। মা টাকা দিতে অস্বীকার করায় দেওয়ালে মাথা ঠুকে দেওয়ার পর তাঁকে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করেন কমলাকর। গুরুতর জখম হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় কান্তাবাইকে। আজ তাঁর মৃত্যু হয়েছে। কমলাকরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।