কলকাতা: রিজেন্ট পার্ক এলাকায় 'অনটনের জেরে' আত্মহননের চেষ্টায় বিষ খেয়েছিলেন মা ও দুই ছেলে। হাসপাতালে চিকিৎসায় এক ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, ফেরা হল না মা ও আরেক ভাইয়ের। মঙ্গলবার দুজনেরই মৃত্যু হয়।
শুক্রবার দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানার সোনালি পার্কে আত্মহত্যার চেষ্টা করেন মা ও দুই ছেলে। ৩ জনকেই তখন ভর্তি করা হয় বাঘাযতীন হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালেই মৃত্যু হয় মা ও ছোট ছেলের। তবে সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বড় ছেলেকে।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান লকডাউনের সময় চরম আর্থিক অনটনে ভুগছিল ওই পরিবার। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েইই মা ও ২ ছেলে আত্মহত্যার চেষ্টা করেন বলে অনুমান।
লকডাউনে অনটন! রিজেন্ট পার্কে 'বিষ খেয়ে' মৃত্যু মা ও ভাইয়ের, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বড় ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2020 07:27 AM (IST)
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান লকডাউনের সময় চরম আর্থিক অনটনে ভুগছিল ওই পরিবার। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েইই মা ও ২ ছেলে আত্মহত্যার চেষ্টা করেন বলে অনুমান।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -