নয়াদিল্লি: খাদ্যপণ্যের দাম অত্যধিক বৃদ্ধি পাওয়ার জেরে গত মাসে খুচরো বাজারে মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৭.৫৯ শতাংশ। আজ পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা তথ্যে এ কথা জানা গিয়েছে। গত মাসে গ্রামীণ অঞ্চলে খুচরো বাজারে মুদ্রাস্ফীতি ছিল ৭.৭৩ শতাংশ। শহরাঞ্চলে মুদ্রাস্ফীতি ছিল ৭.৩৯ শতাংশ।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বরে উপভোক্তা মূল্য সূচক ছিল ৭.৩৫ শতাংশ। খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি ১৩.৬৩ শতাংশ থেকে বেড়ে হয় ১৪.১২ শতাংশ। সবজির ক্ষেত্রে অবশ্য মুদ্রাস্ফীতি ৬০.৫০ শতাংশ থেকে কমে হয় ৫০.১৯। এই সময়ে খাদ্যশস্যের দাম ৫.২৫ শতাংশ বেড়ে গিয়েছে।
আর্থিক বৃদ্ধির হার শ্লথ হওয়া সত্ত্বেও রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। চলতি মাসে মুদ্রাস্ফীতির পূর্বাভাসেও সংশোধন করা হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষের প্রথম অর্ধে মুদ্রাস্ফীতি ৫ থেকে ৫.৪ শতাংশের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
খাদ্যপণ্যের অত্যধিক দামের জের, গত মাসে খুচরো বাজারে মুদ্রাস্ফীতি বেড়ে ৭.৫৯ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Feb 2020 10:23 PM (IST)
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বরে উপভোক্তা মূল্য সূচক ছিল ৭.৩৫ শতাংশ।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -