রাঁচি: গুরুতর অসুস্থ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তাঁর কিডনির অবস্থা একেবারেই ভাল নয়। ক্রিয়েটিনিনের মাত্রা স্থিতিশীল নয়। এছাড়া ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। রাঁচি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে তিনি ভর্তি। তাঁর কিডনির অবস্থার উন্নতি না হলে ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতি না হলে লালুকে এইমসে পাঠানো হত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না। তাই রাঁচিতেই তাঁর চিকিৎসা চলবে।
বিহারে এবারের বিধানসভা নির্বাচনে তিন দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুথফেরত সমীক্ষায় এগিয়ে আরজেডি নেতৃত্বাধীন ‘মহাগঠনবন্ধন’। মঙ্গলবার ফল প্রকাশিত হবে। কিন্তু তার আগে জামিনে মুক্তি পাননি পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত লালু। এই কারণে তিনি হতাশ বলে জানা গিয়েছে। কারও সঙ্গে তিনি দেখা করেননি।
গুরুতর অসুস্থ লালু, কিডনির সমস্যা বাড়লে প্রয়োজন হতে পারে ডায়ালিসিসের, মত চিকিৎসকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Nov 2020 05:22 PM (IST)
জামিনে মুক্তি না পেয়ে হতাশ পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত লালু।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -