বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরল কীর্তি গড়লেন রোহিত শর্মা। টেস্ট ওপেনার হিসাবে অভিষেকে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন মুম্বইয়ের তারকা। যে কৃতিত্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করলেন রোহিত। এর আগে ২৭টি টেস্ট খেললেও প্রত্যেকটি ম্যাচে তিনি খেলেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে। ওপেনার রোহিতের আবির্ভাব চলতি টেস্টেই।
সেই সঙ্গে ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার নজিরও গড়লেন রোহিত। বিজয় হাজারে ও সুনীল গাওস্কর তিনবার করে এই নজির গড়েছিলেন। রাহুল দ্রাবিড় দুবার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের এই কীর্তি রয়েছে একবার করে। সেই অভিজাত বন্ধনীতে এবার ঢুকে পড়লেন রোহিতও।
টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করার পথে ৭টি ছক্কা ও ১০টি চার মেরেছেন রোহিত। তাঁর দাপটেই ম্যাচটিতে সরাসরি জয়ের সম্ভাবনা এখনও বেঁচে রয়েছে ভারতের।
রোহিত শনিবার আরও একটি নজির গড়েছেন। এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মেরে। তিনি ভেঙে দিয়েছেন ওয়াসিম আক্রমের ২৩ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৬ সালে আক্রম এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১২টি ছক্কা মেরেছিলেন। রোহিত চলতি টেস্টে মেরেছেন ১৩টি ওভার বাউন্ডারি। পাশাপাশি, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এক টেস্টের দুই ইনিংসেই স্টাম্পড হয়েছেন মুম্বইয়ের ‘হিটম্যান’।
টেস্ট ওপেনার হিসাবে অভিষেক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করে নতুন কীর্তি রোহিতের, সঙ্গে একাধিক রেকর্ড
Web Desk, ABP Ananda
Updated at:
05 Oct 2019 07:28 PM (IST)
রোহিত শনিবার আরও একটি নজির গড়েছেন। এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মেরে। তিনি ভেঙে দিয়েছেন ওয়াসিম আক্রমের ২৩ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৬ সালে আক্রম এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১২টি ছক্কা মেরেছিলেন। রোহিত চলতি টেস্টে মেরেছেন ১৩টি ওভার বাউন্ডারি। পাশাপাশি, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এক টেস্টের দুই ইনিংসেই স্টাম্পড হয়েছেন মুম্বইয়ের ‘হিটম্যান’।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -