লখনউ: গো-রক্ষার প্রতিশ্রুতি পালনে আগামী অর্থবর্ষে গোশালা নির্মাণে ও রক্ষণাবেক্ষণে ২৪৭ কোটি টাকা বরাদ্দ করল যোগী আদিত্যনাথ সরকার। বৃহস্পতিবার, উত্তরপ্রদেশ বিধানসভায় পেশ করা হয় বাজেট। সেখানে রাজ্যের অর্থমন্ত্রী রাজেশ অগ্রবাল বলেন, রাজ্যের গ্রামাঞ্চলে চালু গোশালাগুলির রক্ষণাবেক্ষণে এবং নতুন গোশালা নির্মাণে ২৪৭.৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানান, উত্তরপ্রদেশে মদ বিক্রির ওপর বিশেষ সেস চালু করা হয়েছে। সেই সেস থেকে হওয়া আয়ের মধ্য থেকে ১৬৫ কোটি টাকা ব্যবহার করা হবে বেওয়ারিস গরু পালনের খাতে। শহরাঞ্চলে গরু আশ্রয় গৃহ নির্মাণ প্রকল্পের খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি, দীনদয়াল উপাধ্যায় ছোট ডেয়ারি প্রকল্পের আওতায় ১০ হাজার ইউনিট গড়ে তোলার জন্য ৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া, মথুরায় নতুন ডেয়ারি নির্মাণের জন্য ৫ কোটি বরাদ্দ করা হয়েছে। আবার, দুগ্ধজাত পণ্যের বিভিন্ন সংগঠন, সোসাইটি, প্রশিক্ষণ সহ গরু-পালন এবং স্বাস্থ্য প্রকল্পের জন্য আরও অতিরিক্ত ৯৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিন, মোট ৪.৭৯ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করে আদিত্যনাথ প্রশাসন। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বাজেট জনমুখী করা হয়েছে। একাধিক প্রকল্পের ঘোষণা হয়েছে। কন্যা সুমঙ্গলা যোজনার মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়েছে শিশুকন্যার স্বাস্থ্য ও শিক্ষায়। এই খাতে বরাদ্দ করা হয়েছে ১,২০০ কোটি টাকা। গতবারের বাজেটের তুলনায় এবারের বাজেট ১২ শতাংশ বেশি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
গোশালা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ২৪৭ কোটি টাকা বরাদ্দ করল যোগী আদিত্যনাথ সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2019 04:44 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -