New Rules: আজ থেকে এই সাত নিয়মে হচ্ছে বদল, প্রভাব পড়তে পারে পকেটেও

এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, বিমান ভাড়া, ব্যাঙ্ক অফ বরোদার পরিবর্তিত চেক পেমেন্ট পদ্ধতি, গুগল ফটোজের আনলিমিটেড স্টোরেজ ও আয়কর বিভাগের নয়া ই-ফাইলিং ওয়েব পোর্টাল।

Continues below advertisement


নয়াদিল্লি: আজ অর্থাৎ চলতি বছরের ১ জুন থেকে বিভিন্ন বিষয়ে বেশ কিছু বড়সড় বদল হচ্ছে। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, বিমান ভাড়া, ব্যাঙ্ক অফ বরোদার পরিবর্তিত চেক পেমেন্ট পদ্ধতি, গুগল ফটোজের আনলিমিটেড স্টোরেজ ও আয়কর বিভাগের নয়া ই-ফাইলিং ওয়েব পোর্টাল। তাই আজকের দিনের শুরুতেই দেখে নেওয়া যাক, পরিবর্তিত সাতটি নিয়ম সম্পর্কে। 

Continues below advertisement

 ১. পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তকরণ বাধ্যতামূলক
প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ সংক্রান্ত বিষয়ে বড় পরিবর্তন হচ্ছে। নতুন নিয়ম অনুসারে, যাঁদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের এই অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্তি ঘটাতে হবে। এই কাজের দায়িত্ব নিয়োগকারীর। তাদের কর্মীদের বলতে হবে যে, তাঁরা যেন তাঁদের পিএফ অ্যাকাউন্ট আধারের সংযুক্তি যাচাই করে নেন। ১ জুন থেকেই এই নিয়ম প্রযোজ্য হবে। ইপিএফও এ ব্যাপারে নিয়োগকারীদের জন্য নোটিফিকেশনও জারি করেছে। কোনও কারণে কর্মীর ইপিএফ আাধার ভেরিফায়েড না হলে নিয়োগকর্তার অবদান সংশ্লিষ্ট কর্মীর অ্যাকাউন্টে জমা করা হবে না। সেইসঙ্গে পাশাপাশি  ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরকে বা (UAN)আধার ভেরিফায়েড করে নিতে হবে। 

২. আয়কর ই-ফাইলিং সাইট
আয়কর বিভাগের ই-ফাইলিং সাইট ১ থেকে ৬ জুন পর্যন্ত কাজ করবে না। আয়কর বিভাগ আগামী ৭ জুন থেকে আয়কর প্রদানকারীদের জন্য আয়কর বিভাগ ই-ফাইলিংয়ের নয়া পোর্টাল চালু করবে। এখন যে পোর্টাল রয়েছে তা সাত জুন থেকে http://INCOMETAX.GOV.IN হয়ে যাবে। 
৩. ব্যাঙ্ক অফ বরোদাতে ১ জুন থেকে চালু হচ্ছে পজিটিভ পে সিস্টেম
ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের কথা মাথায় রেখে আজ থেকে চেকে পেমেন্টের পদ্ধতি বদলাচ্ছে। ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য পজিটিভ পে কনফার্মেশন চালু করছে। এতে যিনি চেক দিচ্ছেন, তাঁকে ওই চেক সংক্রান্ত কিছু তথ্য ইলেকট্রনিক পদ্ধতিতে দিতে হবে। এই তথ্য এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং বা এটিএমের মাধ্যমে দেওয়া যাবে। ২ লক্ষ টাকার বেশি চেক দিলে গ্রাহককে পজিটিভ পে সিস্টেমের মাধ্যমে চেক সংক্রান্ত বিস্তারিত রিকনফার্ম করতে হবে। 

৪. গুগল ফটোজের স্পেস আর খরচহীন থাকছে না
১ জুনের পর গুগল ফটোজে আনলিমিটেড ফটোজ নিখরচায় আপলোড করা যাবে না। গুগল জানিয়েছে, ১৫ জিবি স্পেস প্রত্যেক জিমেল ইউজারকে দেওয়া হবে। এই স্পেসের মধ্যে থাকবে জিমেলের ইমেল ও ফটোজ। এতেই সামিল থাকছে গুগল ড্রাইভও। যদি ১৫ জিবি-র বেশি স্পেস ব্যবহার করতে হয়, তাহলে এ জন্য অর্থ দিতে হবে। এতদিন পর্যন্ত আনলিমিটেড স্টোরেজ ফ্রি ছিল। 

গুগল ফটোজ ব্যবহারের জন্য সেক্ষেত্রে গুগল ওয়ানের সাবক্রিপশন নিতে হবে। এরপর ১০০ জিবির জন্য প্রতি মাসে ১৪৯ টাকা বা বছরে ১,৪৯৯ টাকা দিতে হবে। এভাবেই ২০০ জিবি-র জন্য প্রতি মাসে ২১৯ টাকা বা বছরে ২,১৯৯ টাকা দিতে হবে। শুধু তাই নয়, ২ টিবি স্পেস ব্যবহারের জন্য মাসে ৭৪৯ টাকা বা বছরে ৭,৫০০ টাকা দিতে হবে। 


৫. গ্যাস সিলিন্ডারের দাম
১ জুন গ্যাস সিলিন্ডারের দামের সংশোধন ঘটানো হতে পারে। প্রতি মাসের প্রথম দিনে দেশের তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারন করে থাকে। দাম বাড়তে পারে, কমতেও পারে। 

৬. ইউটিউব থেকে আয়ের জন্য দিতে হবে কর
ইউটিউব থেকে অর্থ রোজগারের ক্ষেত্রে ১ জুনের পর কর দিতে। অনেকেই আজকাল ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে অর্থ রোজগার করছেন।এখন থেকে এই আয়ের ক্ষেত্রে কর দিতে হবে। তবে আপনাকে সেই ভিউগুলির জন্য কর দিতে হবে, যেগুলি আমেরিকায় দেখা হচ্ছে। 


৭. আজ থেকে বাড়ছে বিমান ভাড়া
দেশে বিমান ভাড়ার ক্ষেত্রে গত বছর জারি নিম্নসীমার ক্ষেত্রে ডিজিসিএ শুক্রবার এক বিজ্ঞপ্তি মারফৎ বাড়িয়েছে। এরফলে ১২ জুন থেকে অন্তর্দেশীয় বিমানযাত্রার ভাড়া বাড়ছে। ভাড়ায় ১৩ থেকে ১৬ শতাংশ বৃদ্ধি হচ্ছে। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola