ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডেই কি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ইনিংস খেলে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি?
নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ভারতের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই জোর জল্পনা শুরু হয়ে গেল বিভিন্ন মহলে। এবং সাসপেন্স জিইয়ে রাখলেন ধোনি নিজেও। তাঁর ভবিষ্যৎ নিয়ে জাতীয় দলের সতীর্থদেরও অন্ধকারে রেখেছেন জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক।
বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ৭২ বলে ৫০ রান করেন ধোনি। জাডেজার সঙ্গে জুটি বেঁধে ভারতের জেতার স্বপ্ন জিইয়ে রেখেছিলেন। তবে ভারতীয় ইনিংসের ৪৯তম ওভারে ধোনি রান আউট হতেই ভারতের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও মেনে নিয়েছেন যে, ধোনির রান আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট।
ম্যাচ শেষ হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন যে, ভারতীয় শিবির থেকে ধোনির অবসর সংক্রান্ত কোনও ঘোষণা হতে পারে। তবে বুধবার অন্তত সেরকম কিছু হয়নি। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে অধিনায়ক বিরাট কোহলিকেও শুনতে হল ধোনির অবসর নিয়ে প্রশ্ন। কোহলিকে জিজ্ঞেস করা হয়, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা দলকে কি কিছু জানিয়েছেন ধোনি? বিশেষ করে সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণার কথা ভেবে... কোহলি জবাব দেন, ‘না, এখনও পর্যন্ত আমাদের এ নিয়ে কিছু বলেনি।’
ধোনির পাশেই দাঁড়িয়েছেন কোহলি। বলেছেন, ‘এক দিক থেকে ক্রিজ কামড়ে পড়ে থেকে জাডেজাকে হাত খুলে খেলার সুযোগ করে দেওয়ার দরকার ছিল। সেটাই করেছে ধোনি। দলের পরিস্থিতি অনুযায়ী ওকে নির্দিষ্ট একটা ভূমিকা দেওয়া হয়েছিল। এবং সেভাবেই খেলেছে। ওদের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ হয়েছিল।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সেমিফাইনালে ভারতের হারের পরই অবসর নিয়ে জল্পনা, সাসপেন্স জিইয়ে রাখলেন ধোনি
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2019 10:13 PM (IST)
ম্যাচ শেষ হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন যে, ভারতীয় শিবির থেকে ধোনির অবসর সংক্রান্ত কোনও ঘোষণা হতে পারে
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -