নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলাকে জঘন্য ঘটনা বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, জওয়ানদের বলিদান বৃথা যাবে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বলেছেন বলে ট্যুইট করে জানিয়েছেন মোদি।



এই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৩০ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ বিষয়ে ট্যুইট করে মোদি বলেছেন, ‘পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর হামলা ঘৃণ্য ঘটনা। আমি এই কাপুরুষোচিত হামলার কঠোর নিন্দা করছি। আমাদের সাহসী নিরাপত্তারক্ষীদের বলিদান বৃথা যাবে না। শহিদ পরিবারগুলির পাশে থাকা উচিত গোটা দেশের। জখম জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করছি।’



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ট্যুইট করে বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হওয়া সিআরপিএফ জওয়ানদের জন্য প্রার্থনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কাপুরুষোচিত হামলার জবাব দেওয়া হবে। আমরা অবশ্যই বদলা নেব।’



বিজেপি সভাপতি অমিত শাহও এই হামলার নিন্দা করে ট্যুইটে বলেছেন, ‘পুলওয়ামায় আমাদের সেনা জওয়ানদের উপর জঙ্গি হামলার শোক ভাষায় প্রকাশ করা যাবে না। এটা কাপুরুষোচিত হামলা। শহিদ পরিবারগুলিকে সমবেদনা জানাই। এই ধরনের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর অবস্থান দৃঢ় থাকবে এবং তাদের হারাবে।’