নয়াদিল্লি: স্যামসাং-এর ফোন পছন্দ করেন? তাহলে আপনার জন্য সুখবর। বাজারে আসতে চলেছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন Galaxy A21s. এই ফোনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইল ক্যামেরায় দুরন্ত ছবি তুলতে চান? তাহলে আপনার পছন্দের ফোন হতে পারে এটিই। এতে আছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।
গ্যালাক্সি এটুএস (Galaxy A21s) আছে ৬.৫ ইঞ্চির Infinity-O ডিসপ্লে।
তিন-তিনটি আকর্ষণীয় রঙে মিলবে এই ফোন। কালো, নীল ও সাদা।
৫000 mAh ক্ষমতাসম্পন্ন ব্যটারি থাকছে এই ফোনে।
দুটি কনফিগারেশনে এই ফোন পাওয়া যাবে - ৪GB RAM + ৬৪GB ও ৬GB RAM + ৬৪GB।
ফোনের ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি।
দাম? ১৫ থেকে ২০ হাজারের মধ্যেই।
রেডমি নোট 9 প্রো (Redmi Note 9 Pro)
Galaxy A21sকে জোর টক্কর দিতে বাজারে আসছে রেডমি নোট 9 প্রো। রেডমির এই ফোনও ছবি তুলতে আগ্রহী যাঁরা, তাঁদের জন্য দারুণ। ফোনের পিছনের দিকে থাকছে চারটি ক্যামেরা। ৪৮MP + ৮MP + ৫MP + ২MP। সেলফি তোলার জন্য আছে ১৬ MP। বাকি ফিচারগুলি স্যামসাংয়ের ফোনটির মতোই। দাম ১৩,৯৯৯
সস্তায় ভাল ক্যামেরা ফোন কিনতে চান? আসছে স্যামসাং গ্যালাক্সি A21s, রেডমি নোট 9 প্রো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2020 12:43 PM (IST)
মোবাইল ক্যামেরায় দুরন্ত ছবি তুলতে চান? তাহলে আপনার পছন্দের ফোন হতে পারে এগুলিই।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -