নয়াদিল্লি: দীর্ঘ অপেক্ষার পর Samsung তাদের নয়া স্মার্টফোন Samsung Galaxy F62 ভারতে লঞ্চ করেছে। ফোনের 6 GB র‌্যাম  ও 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। অন্যদিকে, 128 GB র‌্যাম ও 128 GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এই ফোন আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্যামসাং অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল ও বাছাই জিয়ো স্টোর থেকে কেনা যেতে পারে। স্যামসাংয়ের এই ফোন আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে কিনলে ইনস্ট্যান্ট ২,৫০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। 


Samsung Galaxy F62-র স্পেসিফিকেশনস
এই ফোনের স্পেশিফিকেশন নিয়ে বলতে গেলে প্রথমেই আসে ডিসপ্লের কথা। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি সুপার OMLED ডিসপ্লে।


ফোনটি 6GB, 8GB র‌্যাম ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।


ফোনটি অ্যান্ড্রয়েজ ১১ অপারেটিং সিস্টেমে কাজ করবে।


পারফরম্যান্সের জন্য এতে ৭ ন্যানোমিটার প্রোসেস টেকনোলজি যুক্ত Exynos 9825 প্রোসেসর ব্যবহার করা হয়েছে।


স্যামসাংয়ের এই ফোন সবুজ, ধূসর ও নীল-এই তিনটি রঙে পাওয়া যাবে। 
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F62-তে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।


ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।


সেলফির জন্য ফোনে ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল কাট-আউট ডিজাইন দেওয়া হয়েছে। পাওয়ারের জন্য ফোনে রয়েছে 7000mAh-র বড় ও শক্তিশালী ব্যাটারি। 


কানেক্টিভিটি ফিচার্স
কানেক্টিভিটির জন্য এই ফোনে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস,ইউএসবি টাইপ-সি-র মতো ফিচার্স দেওয়া হয়েছে।


ফোনের ডায়মেনশন 76.3 x 163.9 x 9.5 mm এবং ওজন ২১৮ গ্রাম। ডুয়াল সিম সাপোর্ট সহ এই ফোন লঞ্চ করা হয়েছে।