নয়াদিল্লি:সোশ্যাল মিডিয়ায় জঙ্গলে পশুজন্তুদের নিয়ে নানা ধরনের ভিডিও সামনে আসে। এরমধ্যে কিছু কিছু ভিডিও বেশ মজাদার হয়। আবার কোনও কোনও ভিডিও-র দৃশ্য বেশ বিপজ্জনক হয়ে থাকে। এমনই একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে এক চিতাবাঘের শিকার ধরার কৌশল বেশ চমকপ্রদ। ভিডিওতে একটি চিতাবাঘকে জঙ্গলের পথে গুটিসুটি মেরে পাথরের মতো হয়ে বসে থাকতে দেখা গিয়েছে। এরপর যা হল, তা দেখে সবাই চমকে উঠবেন।


সাকেত নামে এক ইউজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।  গত ১৪ ফেব্রুয়ারি তিনি ভিডিওটি শেয়ার করেছেন।



ভিডিওতে একটি হরিণকে এদিক-ওদিক দেখে রাস্তা পার হতে দেখা যাচ্ছে। অন্যদিকে, একটি চিতাবাঘ রাস্তায় গুটিসুটি পাকিয়ে পাথরের মতো ঘাপটি মেরে বসে রয়েছে।


হরিণের নজর ওই চিতাবাঘের দিকে পড়ে। চকিতেই সে বুঝতে পারে কী বিপদ বসে রয়েছে! সঙ্গে সঙ্গেই সেখান থেকে চম্পট দেয় হরিণটি। হরিণ চলে যাওয়ার পর কৌশল ব্যর্থ হয়েছে বুঝতে পেরে চিতাবাঘ উঠে দাঁড়িয়ে হরিণটিকে খুঁজতে শুরু করে।



ভিডিওটি ইতিমধ্যেই প্রায় এক লক্ষ ইউজার দেখে নিয়েছেন। সেইসঙ্গে প্রায় ১৭০০ জন তাঁদের ওয়ালে ভিডিওটি শেয়ার করেছেন। এভাবেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ইউজাররা ভিডিওটি দেখে তাঁদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন। তাঁদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, জঙ্গলের এই ঘটনা তাঁদের চমকে দিয়েছে।


ভিডিও সম্পর্কে প্রতিক্রিয়ায় এক ইউজার লিখেছেন, আমাদের শত্রুকে বোকা ভাবলে চলবে না। তারা যে কোনও জায়গাতেই ঘাপটি মেরে বসে থাকতে পারে। আর এক জনের প্রতিক্রিয়া, শত্রুদের থেকে বাঁচতে হরিণের মতোই সতর্ক থাকতে হবে।


আর এক ইউজার লিখেছেন, যখন জীবনের ঝুঁকি থাকে, তখন হরিণকে পালাতেই হল।