নয়াদিল্লি: দেশজুড়ে ক্রমবর্ধমান এটিএম জালিয়াতির ঘটনা রুখতে এবার অভিনব পদক্ষেপ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এবার থেকে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের এটিএম থেকে রাতে টাকা তুলতে গেলে লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড(ওটিপি)। ১ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে।
শুক্রবার, এসবিআই-এর তরফে জানানো হয়েছে, রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনও সময়ে টাকা তুলতে গেলে এই ওটিপি লাগবে। এছাড়া, টাকা তোলার অঙ্ক ১০ হাজার বা তার বেশি হলে তবেই লাগবে ওটিপি। আপাতত, এসবিআই কার্ডহোল্ডারদের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে।





কী ভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা?
রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে ১০ হাজার বা তার বেশি টাকা তোলার প্রক্রিয়া শুরু হলেই গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এটিএম-এর স্ক্রিনে গ্রাহককে বলা হবে ওই ওটিপি নম্বর দিতে। গ্রাহককে তাঁর মোবাইলে আসা ওই ওটিপি নম্বর এটিএম-এ টাইপ করতে হবে। ব্যাঙ্কের দাবি, এর ফলে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং জাতীয় এটিএম ও কার্ড জালিয়াতি রোখা সম্ভব হবে।
এসবিআই-এর তরফে বলা হয়েছে, কেবলমাত্র এসবিআই কার্ডেই এই সুরক্ষা ব্যবস্থা কার্যকর হবে। অন্য ব্যাঙ্কের কার্ড এসবিআই এটিএম-এ বা এসবিআই কার্ড অন্য ব্যাঙ্কের এটিএমে ঢোকালে এই বিশেষ ব্যবস্থা কার্যকর হবে না। কারণ, এই নিয়ম আপাতত ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ (এনএফএস)-এর আওতায় আসেনি।


গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:




  • এই বিশেষ সুরক্ষামূলক পরিষেবা দেশের সর্বত্র সবকটি এসবিআই এটিএমে আগামী ১ জানুয়ারি ২০২০ থেকে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কার্যকর হবে।

  • কেবলমাত্র অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত মোবাইলেই ওটিপি আসবে। ফলে, টাকা তোলার সময় অবশ্যই নথিভুক্ত মোবাইলটি সঙ্গে রাখবেন।

  • শুধুমাত্র ১০ হাজার টাকা বা তার বেশি পরিমাণ নগদ তোলার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর।