নয়াদিল্লি: কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা ও ২০১৯ এর লোকসভা নির্বাচনে ইভিএমের বদলে ব্যালট পেপার ব্যবহারের দাবি জানিয়ে পেশ করা জনস্বার্থ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
ইভিএমে কারচুপি হওয়ারর সম্ভাবনা থাকে বলে অবাধ, নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করতে তার ব্যবহার করা উচিত নয়, এহেন সওয়াল করেছে ন্যায়ভূমি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারাই ব্যালটপত্রে ভোটগ্রহণের দাবিতে জনস্বার্থ পিটিশন দিয়েছে। কিন্তু তার সঙ্গে একমত নয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। তারা বলেছে, প্রতিটি ব্যবস্থা, যন্ত্রই ব্যবহার করা যায়, তার অপব্যবহারও হতে পারে। সন্দেহ, সংশয় সব ক্ষেত্রেই থাকে। ইভিএম নিয়ে সন্দেহ, সংশয়ের আশঙ্কা সমর্থন করে চলতি সিস্টেম বাতিল করতে রাজি হয়নি সর্বোচ্চ আদালত।
একাধিক বিরোধী দলেরও বক্তব্য, ইভিএমে কারসাজি করে ভোটের ফলে এদিকওদিক করা যায়। তাতে বিকৃতি রোধ করার ব্যবস্থা নেই। সাম্প্রতিক কালে বেশ কয়েকটি নির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই ইভিএমে গন্ডগোল হওয়া, ভোটযন্ত্র খারাপ হয়ে পড়ার ঘটনায় বিরোধীদের দাবি সমর্থিত হলেও সুপ্রিম কোর্ট তা মানতে রাজি হয়নি।
বিধানসভা, লোকসভা ভোটে ইভিএমের বদলে ব্যালটপত্র ব্যবহারের দাবিতে পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2018 04:30 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -