নয়াদিল্লি: অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদের বিতর্কিত জমির মালিকানা সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে আগামী ৪ জানুয়ারি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এস কে কউলের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। শুনানির জন্য তিন সদস্যের বেঞ্চ গঠন করা হতে পারে।

২০১০ সালে ইলাহাবাদ হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমি নির্মোহী আখরা, সুন্নি ওয়াকফ বোর্ড ও রামলালার মধ্যে সমান ভাগ করে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে ১৪টি আবেদন জমা পড়ে। গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্ট জানায়, জানুয়ারির প্রথম সপ্তাহে শুনানি হবে। অখিল ভারত হিন্দু মহাসভা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানালেও, তাতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। এবার শুনানির দিন জানা গেল।