নয়াদিল্লি: রামজন্মভূমি ও বাবরি মসজিদ জমি বিতর্ক মামলায় সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া সুন্নি ওয়াকফ বোর্ডের অ্যাডভোকেটের বক্তব্যে সায় দিল না। আদালত সাফ জানিয়েছে, মামলার শুনানি সপ্তাহের পাঁচদিনই চলবে। তবে ওই অ্যাডভোকেটকে প্রয়োজন হলে সপ্তাহের মাঝে বক্তব্যের প্রস্তুতির জন্য বিরতি দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে আদালত।
দৈনন্দিন শুনানিতে আপত্তি জানালেন অল ইন্ডিয়া সুন্নি ওয়াকফ বোর্ডের অ্যাডভোকেট । এভাবে তাড়াহুড়ো করে চললে তিনি শুনানিতে তিনি সহায়তা করতে পারবেন না বলে জানান তিনি।
এম সিদ্দিক ও অল ইন্ডিয়া সুন্নি ওয়াকফ বোর্ডের হয়ে সওয়ালকারী প্রবীণ অ্যাডভোকেট রাজীব ধবন এ কথা বলেন।সুপ্রিম কোর্টে মামলায় শুনানির চতুর্থদিনে এ কথা জানান তিনি।
প্রথা ভেঙে শুক্রবারও এই স্পর্শকাতর মামলার শুনানির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। সাধারণত শুক্র ও সোমবার নতুন মামলার জন্য নির্ধারিত থাকে।
রামলালা বিরাজমান মূর্তির পক্ষে কৌঁসুলি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সামনে বক্তব্য পেশ শুরু করার সময় ধবন উঠে দাঁড়ান। তিনি বলেন, সপ্তাহের সমস্ত দিনগুলিতে শুনানি হলে তিনি আদালতকে সহায়তা করতে পারবেন না। এটা প্রথম আর্জি এবং এভাবে শুনানি নিয়ে তাড়াহুড়ো করা যায় না।
তিনি বলেন, এলাহাবাদ হাইকোর্টের রায়ের পর সর্বোচ্চ আদালতে প্রথম আর্জির শুনানি চলছে এবং এক্ষেত্রে এভাবে তাড়াহুড়ো করা যায় না। প্রথম আর্জি হওয়ায় নথিপত্র সংক্রান্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে হবে। আমার নথিপত্র উর্দু ও সংস্কৃততে রয়েছে, যেগুলি অনুবাদ করতে হবে।
সপ্তাহের পাঁচদিনই শুনানি হলে এই মামলা তাঁকে ছাড়তে হতে পারে বলেও জানান ধবন।
বিচারপতি গগৈ জানান, ধবনের বক্তব্য তাঁরা শুনেছেন এবং শীঘ্রই এ ব্যাপারে তাঁরা তাঁকে জানাবেন। এরপর বেঞ্চে শুনানির কাজ শুরু হয়। পরে আদালত পূর্ব নির্দেশ মতো এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহে পাঁচদিনই শুনানি চলবে বলে জানিয়ে দিয়েছে।
বেঞ্চের সামনে বর্তমানে রামলালা বিরাজমানের পক্ষে প্রবীণ অ্যাডভোকেট কে পরাশরনের বক্তব্য পেশ করছেন।
গত ৬ আগস্ট থেকে অযোধ্যা মামলার দৈনন্দিন শুনানি চলছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী মঙ্গলবার। সোমবার ইদের জন্য আদালত বন্ধ থাকবে।