জম্মু: শুক্রবারের প্রার্থনার জন্য কাশ্মীরে নিষেধাজ্ঞা শিথিল করার কয়েক ঘন্টা পর জম্মু ও কাশ্মীর প্রশাসন জম্মু জেলার পুর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করল। আগামীকাল থেকেই খুলতে পারে স্কুল-কলেজ। জেলা ম্যাজিস্ট্রেট সুষমা চৌহানের নির্দেশনামায় এ কথা জানা গেছে।
এর আগে গত ছয়দিন কার্যত ঘরে থাকার পর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় কাশ্মীরে স্থানীয় মসজিদগুলিতে সেখানকার বাসিন্দারা শুক্রবারের প্রার্থনায় যোগ দেন। উত্তর কাশ্মীরের সোপোরে বিক্ষিপ্ত কয়েকটি ছোটখাটো পাথর ছোঁড়ার ঘটনা ছাড়া উপত্যকার পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ রয়েছে বলে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্তকরণের পরিপ্রেক্ষিতে ব্যাপক নিরাপত্তা বন্দোবস্তের জন্য স্থানীয় বাসিন্দাদের গত কয়েকদিন কার্যত ঘরের মধ্যেই থাকতে হয়েছিল। এদিন তাঁদের নিরাপত্তা কর্মীরা কোনওরকম জিজ্ঞাসাবাদ ছাড়াই স্থানীয় মসজিদগুলিতে প্রার্থনা করতে যাওয়ার অনুমতি দেন।
কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটায় শ্রীনগর শহর ও দক্ষিণ কাশ্মীরে পরিস্থিতি আপাতত ভালো বলেই জানিয়েছেন আধিকারিকরা। তবে সমস্ত এলাকাগুলির খবর এখনও এসে পৌঁছয়নি বলেও তাঁরা জানিয়েছেন।
৩৭০ ধারা প্রত্যাহার ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পাঁচদিন আগে সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলার জন্য নিষেধাজ্ঞামূলক নির্দেশিকা জারি করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরকে জম্মু ও কাশ্মীর ও লাদাখ-এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে শ্রীনগরেই রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুক্রবার তিনি শ্রীনগর সংলগ্ন উত্তেজনাপ্রবণ এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেন বলে আধিকারিকরা জানিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন সহকারী ও পুলিশের পদস্থ আধিকারিকরা। তিনি ইদগাহ এলাকায় যান এবং বিভিন্ন স্থানে থেমে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে তিনি পুলিশ ও সিআরপিএফ কর্মীদের সঙ্গেও কথা বলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাঁদের নিরলস কাজের জন্য ধন্যবাদ জানান।
জম্মুতে ১৪৪ ধারা প্রত্যাহার, আগামীকাল খুলছে স্কুল-কলেজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Aug 2019 08:46 PM (IST)
শুক্রবারের প্রার্থনার জন্য কাশ্মীরে নিষেধাজ্ঞা শিথিল করার কয়েক ঘন্টা পর জম্মু ও কাশ্মীর প্রশাসন জম্মু জেলার পুর একালায় ১৪৪ ধারা প্রত্যাহার করল। আগামীকাল থেকেই খুলতে পারে স্কুল-কলেজ। জেলা ম্যাজিস্ট্রেট সুষমা চৌহানের নির্দেশনামায় এ কথা জানা গেছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -