স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে আসার পর বাড়ল অমিত শাহের নিরাপত্তা
web desk, ABP Ananda | 07 Jun 2019 07:11 PM (IST)
কিছুদিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি পরিবর্তন করতে পারেন বলে খবর। তিনি সম্ভবত অটলবিহারি বাজপেয়ী আগে যে বাড়িতে থাকতেন, সেখানে যেতে পারেন। তখন তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হবে।
নয়াদিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর বাড়ানো হল অমিত শাহের নিরাপত্তা। সূত্রের খবর, তাঁর বাড়িতে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এক সিনিয়র নিরাপত্তা আধিকারিকের মতে, মন্ত্রিত্বে আসার পর অমিত শাহের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করেছে দিল্লি পুলিশ। কিছুদিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি পরিবর্তন করতে পারেন বলে খবর। তিনি সম্ভবত অটলবিহারি বাজপেয়ী আগে যে বাড়িতে থাকতেন, সেখানে যেতে পারেন। তখন তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হবে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে ব্ল্যাক ক্যাট কম্যান্ডো। এখন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নিরাপত্তার দায়িত্বে আছে দিল্লি পুলিশ। পরে সেই দায়িত্ব নেবে সেনা। রাজনাথের বাড়িতে এখন আধাসেনা মোতায়েন আছে। পরে এই দায়িত্বও সেনার হাতে যেতে পারে বলে সূত্রের খবর।