জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্তের নিন্দায় সোস্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। সোমবার তিনি ট্যুইট করেন, কেন্দ্রের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পদক্ষেপ রাজ্যে মূলস্রোতের রাজনীতির পরিসর বন্ধ করে দিয়েছে। ৩৭০ ধারার অবলুপ্তি মূল ধারাকে খতম করেছে। সংবিধানপন্থীরা বিদায় নিয়েছেন। তাই এখন হয় আপনি তাঁবেদার অথবা বিচ্ছিন্নতাবাদী। কোনও ধোঁয়াশার জায়গাই নেই। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর তিনি বলেছিলেন, কাশ্মীর এক ‘অভূতপূর্ব’ অবরোধের মধ্যে রয়েছে, তার বাসিন্দাদের এর আগে কখনও এখনকার মতো ‘বন্দিদশা’য় থাকতে হয়নি। ৩৭০ ধারা প্রত্যাহারের নিন্দায় সরব, প্রাক্তন আইএএস শাহ ফয়সল আটক, দিল্লি থেকে ফেরত পাঠানো হল শ্রীনগরে
Web Desk, ABP Ananda | 14 Aug 2019 03:22 PM (IST)
প্রাক্তন আইএএস অফিসার ফয়সল জম্মু ও কাশ্মীরের গত কয়েক বছরের ঘটনাবলীতে অসন্তোষ, ক্ষোভের জেরে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে নামেন কিছুদিন আগে। কাশ্মীরের বেশ কয়েকজন উল্লেখযোগ্য লোকজনকে সঙ্গে নিয়ে নিজস্ব রাজনৈতিক দলও খোলেন।
শ্রীনগর: প্রাক্তন আমলা শাহ ফয়সলকে দেশের বাইরে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে আটক করে শ্রীনগরে ফেরত পাঠানো হল। কেন্দ্রীয় সরকারের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরোধিতা করেছেন তিনি। আজ তিনি শ্রীনগর থেকে বিমানে দিল্লি আসেন। সেখান থেকে তাঁর ইস্তানবুল রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু বিমান ধরার আগেই তাঁকে আটক করা হয়। কাশ্মীরে ফেরত পাঠানোর পর শ্রীনগরে আসামাত্র তাঁকে পিএসএ-র আওতায় ফের তাঁকে আটক করা হয়। প্রাক্তন আইএএস অফিসার ফয়সল জম্মু ও কাশ্মীরের গত কয়েক বছরের ঘটনাবলীতে অসন্তোষ, ক্ষোভের জেরে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে নামেন কিছুদিন আগে। কাশ্মীরের বেশ কয়েকজন উল্লেখযোগ্য লোকজনকে সঙ্গে নিয়ে নিজস্ব রাজনৈতিক দলও খোলেন। তিনি সেই দল, জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট।