গত রবিবার বেলেঘাটায় তৃণমূল বিধায়ক পরেশ পালের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে এসেছিলেন বাংলাদেশি ক্রিকেটার শাকিব। ক্রিকেটপ্রেমীদের সেলফির আবদারও মেটান তিনি। কালীপুজোর মণ্ডপের সামনে শাকিবের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরই সোশ্যাল মিডিয়ায় শাকিবকে খুনের হুমকি দেয় মহসিন তালুকদার নামে বাংলাদেশের এক যুবক। তাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তবে শাকিব পুজোমণ্ডপে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।
এরই মধ্যে শাকিবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা পুলিশের সঙ্গে কথা বলে এই তারকা অলরাউন্ডারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ মীরপুর স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দলের অনুশীলনে এক বন্দুকধারী নিরাপত্তারক্ষীকে দেখা যায় শাকিবের সঙ্গে।
ওপার বাংলার তারকা ক্রিকেটারকে খুনের হুমকি দেওয়ায় তোলপাড় শুরু হয়েছে দুই বাংলায়। সাম্প্রতিক অতীতে বাংলাদেশে একাধিক মুক্তমনাকে প্রকাশ্যে খুন করা হয়েছে। তসলিমা দীর্ঘদিন দেশছাড়া। বাংলাদেশে কট্টরপন্থা বাড়ছে। সেই কারণেই এপার বাংলাতেও উদ্বেগ বাড়ছে।