কুন্তল চক্রবর্তী, বিজেন্দ্র সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতায় কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আসা নিয়ে বিতর্কের জেরে মৌলবাদের কাছে নতিস্বীকার করে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল-হাসান। তাঁর সমালোচনা করেছেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও শাকিবকে নিয়ে বিতর্ক তৈরি হল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘বাংলাদেশ তো পশ্চিমবঙ্গের মতো লিবারেল নয়, সরকারের সতর্ক হওয়া উচিত।’ পাল্টা বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘যে কোনও মৌলবাদ ভয়ঙ্কর।’ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীরও এক সুরে বক্তব্য, ‘ধর্মীয় উগ্রপন্থা সর্বদা বিপজ্জনক।’
গত রবিবার বেলেঘাটায় তৃণমূল বিধায়ক পরেশ পালের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে এসেছিলেন বাংলাদেশি ক্রিকেটার শাকিব। ক্রিকেটপ্রেমীদের সেলফির আবদারও মেটান তিনি। কালীপুজোর মণ্ডপের সামনে শাকিবের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরই সোশ্যাল মিডিয়ায় শাকিবকে খুনের হুমকি দেয় মহসিন তালুকদার নামে বাংলাদেশের এক যুবক। তাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তবে শাকিব পুজোমণ্ডপে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।
এরই মধ্যে শাকিবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা পুলিশের সঙ্গে কথা বলে এই তারকা অলরাউন্ডারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ মীরপুর স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দলের অনুশীলনে এক বন্দুকধারী নিরাপত্তারক্ষীকে দেখা যায় শাকিবের সঙ্গে।
ওপার বাংলার তারকা ক্রিকেটারকে খুনের হুমকি দেওয়ায় তোলপাড় শুরু হয়েছে দুই বাংলায়। সাম্প্রতিক অতীতে বাংলাদেশে একাধিক মুক্তমনাকে প্রকাশ্যে খুন করা হয়েছে। তসলিমা দীর্ঘদিন দেশছাড়া। বাংলাদেশে কট্টরপন্থা বাড়ছে। সেই কারণেই এপার বাংলাতেও উদ্বেগ বাড়ছে।
Shakib Al Hasan: Bangladesh তো West Bengal-এর মতো লিবারেল নয়, সরকারের সতর্ক থাকা উচিত, মন্তব্য Dilip Ghosh-এর, যে কোনও মৌলবাদ ভয়ঙ্কর, পাল্টা শোভনদেব চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2020 07:59 PM (IST)
Shakib Al Hasan has been provided security after receiving threats. | খুনের হুমকির জেরে বাড়ানো হল শাকিবের নিরাপত্তা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -