লখনউ: রামমন্দির দেশবাসীর বিশ্বাসের প্রশ্ন। শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্ট যেমন দ্রুত রায় দিয়েছে তেমন রামমন্দির নিয়েও দিক। বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে তিনি বলেছেন, বিজেপি ও তাঁর কাছে রাম মন্দির কোনও নির্বাচনী ইস্যু নয়।
বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছে, অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের জন্য সংসদে আইন পাশ করুক কেন্দ্র। এখনও মন্দির না হওয়ায় ক্ষুব্ধ শিবসেনা এই ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে। সাধুসন্তরাও মন্দিরের দাবিতে চাপ বাড়াচ্ছেন কেন্দ্রের ওপর। এই পরিস্থিতিতে আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে রামমন্দির মামলার শুনানি। এর আগে ২৭ সেপ্টেম্বর শীর্ষ আদালত জানিয়ে দেয়, মসজিদ ইসলাম ধর্মপালনে অত্যাবশ্যক নয় বলে তাদের ১৯৯৪ সালের রায় খতিয়ে দেখার জন্য তা অন্য বেঞ্চে পাঠাবে না তারা। ফলে আগামীকাল থেকে শুরু হচ্ছে মূল মামলার শুনানি।
শবরীমালার মত রামমন্দির নিয়েও দ্রুত রায় দিক সুপ্রিম কোর্ট, বললেন যোগী আদিত্যনাথ
ABP Ananda, Web Desk
Updated at:
28 Oct 2018 03:51 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -