নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ শশী থারুরের গলায় বিখ্যাত হিন্দি ছবির জনপ্রিয় গান। কিশোর কুমারের 'এক আজনবি হাসিনা সে' গান গাইতে দেখা যাচ্ছে কংগ্রেস সাংসদকে। সেই ভিডিও নিজের ট্যুইটারে পোস্ট করেছেন শশী থারুর। ভিডিওতে দেখা যাচ্ছে যে সংসদে এই গানটি গাইছেন থারুর।


নিজের ইংরেজি বক্তৃতা ও শব্দভাণ্ডারের জন্য বিখ্যাত শশী থারুর। তাঁর গানের গলাও সুমধুর। এর আগেও বিভিন্ন সময়ে নিজের গান দিয়ে মুগ্ধ করেছেন সাধারণ মানুষকে। নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শশী থারুর লিখেছেন, 'তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির জন্য দূরদর্শন শ্রীনগরের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর, আমি সদস্যদের জন্য গান গাইতে রাজি হয়েছিলাম। আমি পেশাদার নই। কিন্তু সবাই খুব উপভোগ করছে।'


 






'এক আজনবি হাসিনা সে' বলিউডের একটি জনপ্রিয় গান। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি 'আজনবি'র একটি জনপ্রিয় গান এটি। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন রাজেশ খান্না ও জিনাত আমন। গানটি গেয়েছিলেন কিশোর কুমার। মিউজিক কম্পোজার ছিলেন রাহুল দেব বর্মন। 


কিছুদিন আগেই মন্দিরে সামান্য নারকেল ফাটানোর জন্য একাধিক ব্যঙ্গচিত্র তৈরি হয়েছিল শশী থারুরের। নিজের পছন্দসই মিম সোশ্যাল মিডিয়ায়(Shashi Tharoor Memes) শেয়ার করেছিলেন কংগ্রেস নেতা। 


ওনাম উপলক্ষ্যে পালাক্করের এলাভনচেরিতে এবার উপস্থিত হয়েছিলেন শশী। একেবারে দক্ষিণী পোশাকে মন্দিরে পুজো দিতে যান তিনি। হলুদ পাঞ্জাবির সঙ্গে পরনে ছিল সাদা ধুতি। ওপরে ম্যাচিং সাদা উত্তরীয়তে চকচক করছিল সোনালি সরু পার। সবকিছু চলছিল নিয়মমাফিক।যদিও তাল কাটল নারকেল ফাটাতেই। কিছুক্ষণের মধ্যে কংগ্রেস নেতার এই ছবি নিয়ে শুরু হয় ব্যঙ্গচিত্র বা মিম তৈরি। রাতের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই মিম।