মুম্বই: মহারাষ্ট্রে আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াইয়ের ব্যাপারে শিবসেনার সঙ্গে বিজেপির সমঝোতা হয়ত হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুই দলের টানাপোড়েন এখনও অব্যাহত। শিবসেনা আজ বলেছে, জোটের শর্ত পছন্দ না হলে বিজেপি জোট ছেড়ে বেরিয়ে যাক।
শিবসেনা নেতা রাম কদম বলেছেন, মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপির মধ্যে আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ঐক্যমত হয়েছিল। এরপরও বিজেপির শীর্ষনেতারা বলছেন যে, বিধানসভা নির্বাচনে যারা বেশি আসন পাবে, তারাই মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত নেবে। এ ধরনের মন্তব্য একেবারেই অনভিপ্রেত। তিনি বলেছেন, বিজেপি যদি প্রতিশ্রুতি পূরণ করতে না চায়, তাহলে তাদের ভোটের আগে জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।
উল্লেখ্য, বিজেপি মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল বলেছেন যে, তাঁর দল মনে করে যে, (এ বছরের বিধানসভা ভোট হওয়ার পর) যে শরিক দল বেশি আসন জিতবে, মুখ্যমন্ত্রী পদ তারাই পাবে।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মঙ্গলবার রাতে দলের নেতাদের সঙ্গে নিজের বাসভবনে বলেছিলেন যে, বিধানসভা ভোটে যে দল বেশি আসন পাবে, মুখ্যমন্ত্রী পদ তারাই পাবে, এই ফর্মুলা তিনি খারিজ করে দিয়েছেন।
ঠাকরে বলেন, গত ২৫ বছরে দুই দল এই ফর্মুলা মেনেছে। আমি তা খারিজ করে দিয়েছি। আমি দুই দলের মধ্য সমস্ত পদ সমানভাবে ভাগ করার দাবি জানিয়েছি। বিজেপি এ ব্যাপারে সহমত হয়েছে। এজন্যই জোটের সিদ্ধান্ত নিয়েছি।
মুখ্যমন্ত্রী পদ নিয়ে দাবি মানতে না পারলে জোট ভেঙে বেরিয়ে যাক বিজেপি, বলল শিবসেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2019 09:24 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -