আজই শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় সম্পাদকীয়তে বিজেপি-র সমালোচনা করে লেখা হয়েছে, ‘যে শিবসৈনিকরা রাম জন্মভূমিতে বাবরের রাজত্ব গুঁড়িয়ে দিয়েছিলেন, তাঁদের জন্য গর্বিত হওয়া উচিত ক্ষমতায় থাকা ব্যক্তিদের। বিজেপি-র অর্ডিন্যান্স জারি করে অযোধ্যায় রাম মন্দির তৈরির তারিখ ঘোষণা করা উচিত।’
শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল অযোধ্যা যাচ্ছেন উদ্ধব। তিনি লক্ষ্মণ কিলায় একটি অনুষ্ঠান এবং ‘সরযূ আরতি’-তে যোগ দেবেন। রবিবার পাম মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা শিবসেনা প্রধানের। তিনি গুলাব বাড়িতে ‘জন সংবাদ’ অনুষ্ঠানেও যোগ দেবেন বলে জানা গিয়েছে। অযোধ্যায় রাম মন্দির নিয়ে প্রচার জোরদার করার জন্য উদ্ধবের নয়া স্লোগান, ‘প্রথমে মন্দির, তারপর সরকার।’