নয়াদিল্লি: বিহারের বেগুসরাইয়ে ছটপুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বেশ কয়েকজন আহত হয়েছেন। স্বপ্না চৌধুরী গান গাওয়ার জন্য মঞ্চে ওঠার পরেই বিশৃঙ্খলা শুরু হয় বলে খবর। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছিলেন। কিন্তু সেখানে ভিড় সামাল দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল না। এর ফলে মঞ্চের উপরের ছাউনি ভেঙে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করে পুলিশ। তবে তাতেও মৃত্যু ঠেকানো যায়নি।
বিহারে স্বপ্না চৌধুরীর অনুষ্ঠানে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত ১, আহত বেশ কয়েকজন
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2018 09:40 PM (IST)

NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -