শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযানে নেমে চার জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। সূত্র মারফত পাওয়া সোপিয়ান জেলায় কয়েকজন সন্ত্রাসবাদীর আত্মগোপন করে থাকার পাকা খবরের ভিত্তিতে সেখানে এলাকা কর্ডন করে তল্লাসি চালানো নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয় ওই চারজন। পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের কিলুরা এলাকায় তল্লাসি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সন্ত্রাসবাদীরা আড়াল থেকে তাদের টার্গেট করে গুলি চালালে জবাব দেন জওয়ানরা। গুলির লড়াইয়ে চার জঙ্গি প্রাণ হারায়। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিযুদ্ধ চলছে বলে খবর। নিহতরা কোন সংগঠনের এবং তাদের নাম-পরিচয় জানা যায়নি। আত্মগোপনকারী জঙ্গিদের একজন আত্মসমর্পণ করেছে বলে একটি সূত্রের দাবি।
পরে অবশ্য আরেকটি সূত্রে জানানো হয়, নিহতদের একজন আল বদর জঙ্গি গোষ্ঠীর জেলা কমান্ডার, নাম শাকুর প্যারে। শনাক্ত হওয়া আরও এক জঙ্গি হল সুহেইল ভাট, যে খানমোহের সরপঞ্চকে অপহরণ করে খুন করেছিল। ঘটনাস্থল থেকে সন্ত্রাসবাদীদের অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় সেনাবাহিনী বলেছে, এক জঙ্গি ধরা দিয়েছে, সোপিয়ানের কিলুরা এলাকায় চলতি এনকাউন্টারে চার সন্ত্রাসবাদী প্রাণ হারিয়েছে। দুটি একে, তিনটি পিস্তল মিলেছে। যৌথ অভিযান চলছে। সংঘর্ষস্থলে বাড়তি বাহিনী পাঠানো হয়েছে।
সোপিয়ানে কর্ডন করে তল্লাসি নিরাপত্তাবাহিনীর, এনকাউন্টারে খতম ৪ জঙ্গি, আত্মসমর্পণ একজনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Aug 2020 07:30 PM (IST)
ভারতীয় সেনাবাহিনী বলেছে, এক জঙ্গি ধরা দিয়েছে, সোপিয়ানের কিলুরা এলাকায় চলতি এনকাউন্টারে চার সন্ত্রাসবাদী প্রাণ হারিয়েছে। দুটি একে, তিনটি পিস্তল মিলেছে। যৌথ অভিযান চলছে। সংঘর্ষস্থলে বাড়তি বাহিনী পাঠানো হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -