কলকাতা: ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জাভেদ কামার বাজওয়াকে আলিঙ্গন করার জন্য সমালোচনার মুখে পড়েছেন পঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু। কংগ্রেস অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছে। এবার বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহাও সিধুকে সমর্থন করলেন। তিনি কলকাতায় এক অনুষ্ঠানে এসে বলেছেন, ‘আমার মনে হয় এ বিষয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। আমি ইতিমধ্যেই বলেছি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী পাকিস্তান সফরে গিয়ে সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আলিঙ্গন করেছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাকিস্তান সফরে গিয়ে নওয়াজ শরিফকে আলিঙ্গন করেন। আমার মনে হয় অকারণে বিতর্ক তৈরি করা হচ্ছে।’

মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক ইস্যুতে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে আসছেন শত্রুঘ্ন। সিধুর বিষয়েও তিনি দলের অবস্থানের বিপরীতে। এই সাংসদের অবশ্য দাবি, তিনি কোনওদিন বিজেপি-র বিরুদ্ধে কথা বলেননি। দলের কাছে আয়না হয়ে ওঠার চেষ্টা করেছেন।

একটি আলোচনাসভায় শত্রুঘ্ন বলেছেন, ‘অনেকেই বলেন, আমি দল ও সরকারের বিরুদ্ধে কথা বলি। কিন্তু আমি সেটা করি না। নানাজি দেশমুখ, অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীর মতো নেতাদের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। আমি তাঁদের কাছে শিখেছি, কোনও ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। তাই আমি যদি দেশের স্বার্থে কোনও ইতিবাচক মন্তব্য করি, তাহলে আমি আসলে দলের স্বার্থেই কথা বলছি। বয়স ও পরিপক্কতার কথা মাথায় রেখে অন্যদের আয়নার সামনে দাঁড় করানো যেতে পারে। আমি যখন নোট বাতিলের বিরুদ্ধে কথা বলেছি, তখন সারা দেশে এই সিদ্ধান্তের ফলে তৈরি হওয়া বিশৃঙ্খলা দেখেই এই মন্তব্য করেছি। জিএসটি যেভাবে চালু করা হয়েছে, সেটা জটিল। এর ফলে দেশের মানুষ সমস্যায় পড়েছেন। তাই এ বিষয়ে মন্তব্য করা এবং ভুল ধরিয়ে দেওয়া আমার কর্তব্য। কোনও মন্তব্য করা আমার গণতান্ত্রিক অধিকার। আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও মন্তব্য করছি না।’