নয়াদিল্লি: দীর্ঘদিন পর ছোটবেলার বাড়িতে গেলে কে-ই বা আবেগ ধরে রাখতে পারেন! হলেনই বা তিনি কেন্দ্রীয় মন্ত্রী। ব্যতিক্রমী হতে পারলেন না স্মৃতি ইরানি। ছোটপর্দার অন্যতম সফল পরিচালক একতা কপূরের নয়া ওয়েব সিরিজ ‘হোম’-এর প্রচারে ৩৫ বছর পরে গুরুগ্রামে পুরনো বাড়িতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন স্মৃতি।



এই কেন্দ্রীয় মন্ত্রী ছোটবেলায় যে বাড়িতে থাকতেন, সেটি এখন একটি দোকানে পরিণত হয়েছে। সেটা জানতে পেরে হতাশ হন তিনি। স্মৃতি জানান, ছোটবেলায় তাঁর ঘর এত বড় মনে হত, ঝাঁড় দেওয়া ও মোছা মুশকিল হত। একবার তাঁর ভুলেই ভাঁড়ার ঘরে আগুন ধরে গিয়েছিল। তাঁর একটি পুতুল খুব পছন্দ হয়েছিল, কিন্তু ১৩০ টাকা দিয়ে সেটি কিনতে পারেননি। তাঁর কাছে তখন অত টাকা ছিল না। পুরনো পাড়ায় ছোটবেলার বন্ধু ও তাঁদের সন্তানদের সঙ্গেও দেখা করেন স্মৃতি।