নয়াদিল্লি: ‘বর্তমান সময়ই গণতন্ত্রের পক্ষে সবচেয়ে কঠিন।’

এই ভাষাতেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘মানুষের জন্য কাজ করাই আমাদের আসল উদ্দেশ্য। গণতন্ত্র এখন সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। নির্যাতিতের কণ্ঠরোধ করা হচ্ছে।’

আজ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেন সনিয়া। এই বৈঠকের পর কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইটারে সনিয়ার ভিডিও বার্তা প্রকাশ করা হয়। সেই ভিডিও বার্তাতেই মোদি সরকারকে বেঁধেন কংগ্রেস সভানেত্রী।

বিহারে বিধানসভা নির্বাচন, মধ্যপ্রদেশে ২৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সহ বিভিন্ন রাজ্যে ভোট হবে কিছুদিন পরেই। তার আগে বিভিন্ন ইস্যুতে বিজেপি-কে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা। কৃষি বিল, উত্তরপ্রদেশের হাথরসে এক দলিত তরুণীকে নৃশংস অত্যাচার করে খুনের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি-কে আক্রমণ করে চলেছে বিরোধী দলগুলি। আজই মহিলাদের উপর অত্যাচার নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। এবার সনিয়াও বিজেপি-র উদ্দেশে তোপ দাগলেন।