এবার করোনা আক্রান্ত শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2020 09:21 AM (IST)
মাসখানেক আগে ব্রেন টিউমার হওয়ায় বেশ কিছুদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন মন্ত্রী।
কলকাতা: ফের রাজ্য মন্ত্রিসভায় করোনার থাবা। শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক গতকাল রাত সাড়ে দশটা নাগাদ মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি হন। সূত্রের খবর, তাঁর হালকা জ্বর, শ্বাসকষ্ট রয়েছে। মাসখানেক আগে ব্রেন টিউমার হওয়ায় বেশ কিছুদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন মন্ত্রী। এর আগে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাণী সম্পদমন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত হন। প্রত্যেকেই বর্তমানে সুস্থ।