নয়াদিল্লি: কাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। তার আগেই আজ দলীয় সভানেত্রী পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। কংগ্রেস সূত্রে খবর, দলের সিনিয়র নেতাদের চিঠির জবাব সনিয়া জানিয়েছেন, তিনি সরে যেতে চান। তাঁর বদলে প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীকে দলের শীর্ষস্তরে ফের দেখতে চাইছেন কংগ্রেস নেতৃত্বের একাংশ। যদিও রাহুল ফের কংগ্রেস সভাপতি হবেন কি না, সেটা এখনও জানা যায়নি।
শশী তারুর, মণীশ তিওয়ারি সহ ২৩ জন সিনিয়র কংগ্রেস নেতা, যাঁদের মধ্যে পাঁচজন মুখ্যমন্ত্রীও আছেন, সনিয়াকে চিঠি দিয়ে দলে আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করেন। তাঁরা দাবি করেন, দলের পতন রোধ করতে গেলে বদল আনতেই হবে। এরপরেই সভানেত্রীর পদ থেকে সরে যাওয়ার ইচ্ছার কথা জানালেন সনিয়া।
কংগ্রেস সূত্রে খবর, সনিয়াকে লেখা চিঠিতে তারুর, মণীশ ছাড়াও স্বাক্ষর রয়েছে আনন্দ শর্মা, কপিল সিব্বল, বিবেক তনখা, জিতিন প্রসাদ, মুকুল ওয়াসনিক, গুলাম নবি আজাদ, ভূপিন্দর সিংহ হুডা, বীরাপ্পা মইলি, রাজেন্দ্র কউর ভট্টল, পৃথ্বীরাজ চবন, পি জে কুরিয়েন, রেণুকা চৌধুরী, মিলিন্দ দেওরা, রাজ বব্বর, অরবিন্দর সিংহ লাভলি, কউল সিংহ ঠাকুর, অখিলেশ প্রসাদ সিংহ, কুলদীপ শর্মা, যোগানন্দ শাস্ত্রী ও সন্দীপ দীক্ষিতের। চিঠিতে বলা হয়েছে, ‘দলে যেভাবে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে এবং দল ক্রমাগত পতনের দিকে চলেছে, তাতে আমরা অখুশি। দলের অবস্থা ভালভাবে খতিয়ে দেখা উচিত। দলকে ভাল জায়গায় নিয়ে যেতে হলে যৌথ নেতৃত্বের ওপর জোর দিতে হবে। দলের ওপর তরুণদের আস্থা কমে যাচ্ছে। এদিকেও নজর দেওয়া জরুরি।’
কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ সনিয়া গাঁধীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2020 05:51 PM (IST)
কাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -