নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সনিয়া গাঁধী। কংগ্রেস সভানেত্রী লিখেছেন, করোনা-কালে মানুষ অভূতপূর্ব সঙ্কটের মধ্যে আছে। সরকার অসংবেদনশীল ও অবিবেচকের মতো তেলের দাম বাড়িয়ে চলেছে। সরকারের কাজ মানুষকে সমস্যায় ফেলা নয়। সরকারের উচিত মানুষের দুর্দশা লাঘব করা। অবিলম্বে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহার করা হোক। চিঠিতে বলা হয়েছে, সরকার যা করছে, তা হল কঠিন সময়ের মধ্যে দিয়ে চলা মানুষের থেকে লাভ আদায় করা।
প্রসঙ্গত, টানা ১০ দিন ধরে দেশে বাজারে তেলের দাম বেড়েছে। গত ১০ দিনে লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ৫ টাকা ২৫ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম বেড়েছে ৫ টাকা ২২ পয়সা। এদিন সনিয়া লেখেন, আমি প্রচণ্ড বিষন্ন। কারণ, মার্চের শুরু থেকে এই কঠিন সময়ে সরকার সম্পূর্ণ অসংবেদনশীল সিদ্ধান্ত নিয়ে অন্তত ১০ বার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়েছে।
সনিয়া অভিযোগ করেন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং একইসঙ্গে জ্বালানি শুল্কবৃদ্ধির মতো অবিবেচক সিদ্ধান্তের মাধ্যমে এই সময়ও সরকার অতিরিক্ত ২.৬ লক্ষ কোটি টাকা আয় করেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে সনিয়া লেখেন, আমি আপনাকে অনুরোধ করছি, এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন এবং তেলের মূল্যহ্রাসের সুবিধা দেশবাসী যাতে পায়, তা নিশ্চিত করুন।
সনিয়া লেখেন, আপনি যদি চান তাঁরা আত্মনির্ভর হোন, তাহলে তাঁদের আর্থিক দুর্দশার মধ্যে ফেলবেন না। এতে তাঁরা এগোতে পারবেন না । একইসঙ্গে, এই কঠিন সময়ে দুর্দশাগ্রস্তদের কাছে সরাসরি টাকা পৌঁছে দিতে সরকারি ব্যবস্থাকে কাজে লাগাতে সরকারকে অনুরোধ করেন কংগ্রেস সভানেত্রী।
মানুষকে সমস্যায় ফেলবেন না, জ্বালানি মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন: মোদিকে চিঠি সনিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2020 11:57 AM (IST)
গত ১০ দিনে লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ৫ টাকা ২৫ পয়সা এবং ডিজেলের ৫ টাকা ২২ পয়সা...
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -