নয়াদিল্লি: আসন্ন বাজেট অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে দিল্লিতে আজ বিরোধী দলগুলির বৈঠক। দুপুরে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকা বৈঠকে ১২টি দলের থাকার সম্ভাবনা। থাকবেন সিপিএম ও সিপিআইয়ের প্রতিনিধিরা। তবে এই বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবে না মায়াবতীর বহুজন সমাজ পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। কংগ্রেসের দাবি, বৈঠকে থাকবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। জেএনইউকাণ্ডে ইতিমধ্যেই উপাচার্যের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। এই ইস্যুতে বাকি দলগুলিকে পাশে পেতে বৈঠকে আলোচনা হতে পারে বলে কংগ্রেস সূত্রে খবর।
কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে সরব। জামিয়া মিলিয়া ইসলামিয়া ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়াদের উপর হামলারও নিন্দা করেছে কংগ্রেস। এই ইস্যুতে সব বিরোধী দলকে পাশে চাইছেন সনিয়া। তবে মমতা ও মায়াবতী এই বৈঠকে যোগ না দেওয়ায় বিরোধী ঐক্যে ফাটল ধরছে।
আজ সনিয়ার ডাকে বিরোধী দলগুলির বৈঠক, যাচ্ছেন না মমতা-মায়াবতী
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jan 2020 10:43 AM (IST)
থাকবেন সিপিএম ও সিপিআইয়ের প্রতিনিধিরা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -